অমিতাভ বচ্চনের সামনে হট সিটে বসে এক কোটি রুপি জয় করেছেন ববিতা। এরপর সাত কোটি রুপি মূল্যমানের প্রশ্নটি ছিল, ভারতের কোন রাজ্যের রাজ্যপাল পরবর্তীতে সবচেয়ে বেশি সংখ্যক রাষ্ট্রপতি হয়েছেন? উত্তরের অপশন হলো – রাজস্থান, বিহার, পাঞ্জাব ও অন্ধ্র প্রদেশ।
এরপর অমিতাভ বচ্চন ববিতাকে সঠিক উত্তর ধারণা করতে বলেন। ববিতা বলেন, বিহার। হ্যাঁ, এটাই সঠিক উত্তর ছিল। কিন্তু ততক্ষণে ববিতা তার প্রতিযোগিতা থেকে নিজেকে প্রত্যাহার করেছেন।
ববিতা অমরাবতীতে একটি প্রাথমিক বিদ্যালয়ে বাচ্চাদের জন্য দুপুরের খাবার রান্না করেন। তার মাসিক আয় ১৫০০ রুপি মাত্র। কিন্তু বাচ্চারা যখন তৃপ্তি করে খায়, তা দেখেই খুব সুখ পান তিনি।
ভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে ববিতা বলেন, এটা দারুণ অভিজ্ঞতা। আমি জানতাম, যদি আমি হট সিটে পৌঁছাতে পারি আমি অবশ্যই কিছু জয় করব। তাই বলে এক কোটি রুপি জয় করার চিন্তাও করিনি। আমার পরিবার এ নিয়ে খুবই আনন্দিত।
এই টাকা দিয়ে কী করবেন ববিতা তাড়ে? ববিতা বলেন, এই অর্থ দিয়ে আমি একটি শিব মন্দির নির্মাণ করতে চাই। আর আমার সন্তানদের ভবিষ্যতের জন্যও সঞ্চয় করব। আমার স্কুলের বাচ্চাদের জন্য কিছু করতে চাই। ওদের জন্য একটি পানির ফিল্টার কিনে দেব। আর রান্নাঘরের বড় ছাউনি নির্মাণ করব। বৃষ্টির সময় ওদের খেতে বেশ অসুবিধা হয়।
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৯
এমকেআর