ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

জিনাত হাকিমের রচনায় আজিজুল হাকিমের ‘নীল পিনোন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
জিনাত হাকিমের রচনায় আজিজুল হাকিমের ‘নীল পিনোন’

সৌন্দর্যের লীলাভূমি পার্বত্য চট্টগ্রাম জেলার রাঙ্গামাটিতে চিত্রায়িত নাটক ‘নীল পিনোন’। জিনাত হাকিমের রচনায় নাটকটি পরিচালনা করেছেন আজিজুল হাকিম।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- অপর্ণা ঘোষ, সমাপ্তি মাশুক, দীপান্বিতা চাকমা, রাজিব ত্রিপুরা, চেলসী চাকমা, বিনয় কুমার চাকমা, লেখিকা চাকমা, শিমলা ত্রিপুরা, ম্রীগনাথ চাকমা, তরুণ চাকমা, বিভায়ন, শান্ত, শাহীনুর সরোয়ার, সুনির্মল চাকমা, সেলিম নাশিন, শান্ত, রুমিকা চাকমা, বর্ষা চাকমা, দিব্যেন্দু চাকমা, জোনাকি চাকমা ।

‘নীল পিনোন’র শুটিংয়ের একটি দৃশ্যচাকমা সম্প্রদায়ের মেয়েদের বিশেষ পোশাকের নাম পিনোন।

নাটকটির কাহিনী সম্পর্কে আজিজুল হাকিম বলেন, ‘স্কুলের শিক্ষক মুনিয়া। তার ক্লাসের ছাত্রী শানুর পরিবারের সঙ্গে সখ্যতা মুনিয়ার। শানুর সূত্রে তার ভাই কমলের সঙ্গে মুনিয়ার পরিচয় হয়। তাদের দুজনের মধ্যে সুন্দর সম্পর্ক । দ্বিধা-লজ্জা-ভয়ে কিছু বলতে চেয়েও বারবার ব্যর্থ হয়েছে কমল । ’ 

‘টাকার প্রতি কমলের প্রবল আসক্তি ও ধনী হবার আচরণ সুস্পষ্ট হয়। আলাউদ্দীনের আশ্চর্য প্রদীপ পেয়েছে যেনো কমল। বাবা-মায়ের সঙ্গে এই নিয়ে কমলের মতো বিভেদ চলতে থাকে। মুনিয়া ও কমলের সম্পর্কের বিষয় জানার পর থেকে কমলের মায়ের উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় মুনিয়া। তাকে এড়িয়ে চলতে শুরু করেন তিনি। পত্রিকায় খবরের শিরোনামে এলো- পুলিশের কাছে ধরা পড়ে কমল। বাবা-মায়ের স্বপ্ন পথে এগিয়ে যেতে কমলের পাশে থাকবে, এই প্রত্যয় মুনিয়ার। এভাবে এগোতে থাকে নাটকে গল্প। ’

রোববার (২২ সেপ্টেম্বর) রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে প্রচার হবে রুটস অডিও ভিজ্যুয়াল প্রযোজিত নাটক ‘পিনোন’।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।