ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

গাইলেন, রোমান্সে মাতলেন স্বপ্নীল সজীব ও দোলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
গাইলেন, রোমান্সে মাতলেন স্বপ্নীল সজীব ও দোলা স্বপ্লীল সজীব ও দোলা

সংগীতশিল্পী স্বপ্নীল সজীব। এরই মধ্যে গানে নিজস্বতা তৈরি করেছেন তিনি। কথাভিত্তিক ও সুরসমৃদ্ধ গানের মাধ্যমে পেয়েছেন শ্রোতাদের প্রশংসা। নিয়মিত শো করছেন দেশ-বিদেশের মঞ্চে। ব্যস্ততার মধ্যেই বিভিন্ন সময় নতুন গান নিয়ে শ্রোতামহলে হাজির হচ্ছেন তরুণ এই গায়ক।

এবার আসছেন ‘পারি না সামলাতে’ শিরোনামের গান-ভিডিও নিয়ে। গানটিতে তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন প্রতিভাবান কণ্ঠশিল্পী দোলা।

মানে, এটি সজীব-দোলার দ্বৈতগান। সুদীপ কুমার দীপের কথায় গানটির সুর-সংগীত করেছেন নাভেদ পারভেজ। সুনামগঞ্জের বিভিন্ন নান্দনিক লোকেশনে চিত্রায়ন করে গানটির ভিডিও নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম রোমান। গাওয়ার পাশাপাশি পুরো ভিডিওতে রোমান্সে মেতেছেন স্বপ্নীর সজীব ও দোলা।  

কেন নিজেদের সামলাতে পারেন না স্বপ্নীল সজীব ও দোলা? উত্তরে স্বপ্নীল সজীব বলেন, ‘পুরো গানেই প্রেমের আবেদন। এই আবেদন সামলানো কঠিন। কেউ কারো প্রেমে পড়লে এটা টের পাওয়া যায়। সেই আবেদনটা’ই গান-ভিডিওতে তুলে ধরা হয়েছে। আশা করছি সবশ্রেণীর দর্শক-শ্রোতার ভালো আনন্দ দেবে আমাদের এই গান-ভিডিও। ’

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গান-ভিডিও ‘পারি না সালমাতে’। এছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েব সাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে। ’

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।