ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বি এস সিলভার পেন অ্যাওয়ার্ড পেলেন ইলিয়াস কাঞ্চন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
বি এস সিলভার পেন অ্যাওয়ার্ড পেলেন ইলিয়াস কাঞ্চন

ঢাকা: সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড’ পেয়েছেন নিরাপদ সড়ক চাই (নিসচা) এর চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহের গৌরীপুর কৃষি অফিস মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ডের সহ-সভাপতি প্রফেসর ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী জিন্নাহ সমাজসেবায় অ্যাওয়ার্ড বিজয়ী হিসেবে ইলিয়াস কাঞ্চনের নাম ঘোষণা করেন। তিনি ছাড়াও সমাজসেবায় অ্যাওয়ার্ড পেয়েছেন ড. মো. সিরাজুল ইসলাম।

অ্যাওয়ার্ড বিজয়ী অন্য গুণীজনরা হলেন- সাংবাদিকতা ও আলোকচিত্রে মহিউদ্দিন আহমেদ, অমিত রায়, মো. শেখ ফখরুল হক, জগদীশ চন্দ্র সরকার ও কমল সরকার।

গবেষণা, বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে প্রফেসর পরশে চন্দ্র মোদক, গবেষক অধ্যাপক স্বপন ধর।

শিল্পকলা, শিক্ষা, ভাষা ও সাহিত্যে কবি সোহরাব পাশা, বিবেক সম্রাট গৌরাঙ্গ আদিত্য, আবু রায়হান, নাট্যকার রাখাল বিশ্বাস।

বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড

বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ডের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক রায়হান উদ্দিন সরকার জানান, বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ ইলেক্টোরাল ভোটিং সিস্টেমের মাধ্যমে বিজয়ীদের মনোনীত করা হয়েছে। এদিন ফলাফল ঘোষণা করা হয়েছে। দ্রুত ক্রেস্ট ও সনদ বিতরণ করা হবে।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার দি ইলেক্টোরাল কমিটি ফর বীরাঙ্গনা সখিনা সিলভার পেন অ্যাওয়ার্ড কমিটির উদ্যোগে ২০১২ সাল থেকে দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ এ অ্যাওয়ার্ড চালু হয়। গৌরীপুরের মাওহা ইউনিয়নের কেল্লাতাজপুরের মুঘল দেওয়ানের কন্যা সখিনা বিবির নাম অনুসারে এ অ্যাওয়ার্ডের নামকরণ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।