ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গ্রেটার প্রশংসা করে রঙ্গোলির কটাক্ষের শিকার প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
গ্রেটার প্রশংসা করে রঙ্গোলির কটাক্ষের শিকার প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা-গ্রেটা-রঙ্গোলি

বর্তমানে বিশ্বব্যাপী আলোচিত এক কিশোরীর নাম গ্রেটা থুনবার্গ। মাত্র ১৬ বছর বয়সেই পরিবেশ রক্ষার দায়িত্ব কাঁধে নিয়ে বিশ্ব দরবারে প্রশংসিত হয়েছেন এই সুইডিশ কিশোরী।

সম্প্রতি নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সাধারণ অধিবেশনে জলবায়ু পরিবর্তন নিয়ে বক্তব্য দেন গ্রেটা। বক্তব্যে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর উদাসীনতাকে দারুণভাবে কটাক্ষ করেছেন তিনি।

তার সেই বক্তব্যে বিশ্বের বড় বড় নেতারা মাথা নত করেছেন। এরপর থেকেই বিশ্বব্যাপী চলছে তার প্রশংসা। গ্রেটার প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বলিউড অভিনেত্রী-ইউনিসেফের ব্র্যান্ড অ্যাম্বাসেডর প্রিয়াঙ্কা চোপড়া।

প্রিয়াঙ্কা চোপড়াএত অল্প বয়সে পরিবেশ নিয়ে তার এমন সুগভীর চিন্তা দেখে মুগ্ধ প্রিয়াঙ্কা একটি টুইট বার্তা দিয়েছেন। সেখানে গ্রেটাকে নিয়ে তিনি লিখেছেন, ‘গ্রেটা তোমাকে ধন্যবাদ। তুমি সকলের মুখ উন্মোচন করে দিয়েছো। তোমার প্রজন্মের সকলের হয়ে বুঝিয়ে দিলে আমাদের অনেক কিছু জানার বাকি, শেখা দরকার। তুমি একটা উহাহরণ। আমাদের অনুপ্রেরণা। ’

গ্রেটাকে নিয়ে এমন প্রশংসা করে কঙ্গনা রনৌতের বোন রঙ্গোলির কটাক্ষের শিকার হলেন প্রিয়াঙ্কা। তার সমালোচনা করে রঙ্গোলি টুইটে লিখেছেন, ‘গ্রেটাকে নিয়ে আপনার প্রশংসা দেখে ভালো লাগলো। এই তরুণী খুব ভালো কাজ করছে কিন্তু আমাদের দেশেও অনেক মানুষ মনপ্রাণ দিয়ে পরিবেশের জন্য কাজ করছেন। তারা শুধু ভাষণ দিচ্ছেন না, হাতে-কলমেও কাজ করছেন এবং সুফলও পাচ্ছেন। কিন্তু তাদের নিয়ে তো কখনো কিছু লেখেননি। তাদের নিয়েও কিছু লেখেন, ভালো লাগবে। ’

প্রিয়াঙ্কা চোপড়ারঙ্গোলির এমন টুইটের উত্তরে প্রিয়াঙ্কা চোপড়া এখনো পর্যন্ত কোনো টুইট বার্তা দেননি। তবে ভারতীয় তারকাদের মধ্যে প্রিয়াঙ্কা যে একাই গ্রেটার প্রশংসা করেছেন, তা কিন্তু নয়। আলিয়া ভাট, কাজল, বরুণ ধাওয়ান ও অজয় দেবগণও গ্রেটার প্রশংসা করেছেন। কিন্তু অন্য সবাইকে বাদ দিয়ে রঙ্গোলি শুধু প্রিয়াঙ্কাকেই কেনো কটাক্ষ করলেন, সেটা কিন্তু ভাবার বিষয়। ভাবতেই হবে…।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।