ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’র পরিচালকের বিরুদ্ধে #মিটু

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’র পরিচালকের বিরুদ্ধে #মিটু

বিশ্বনন্দিত ‘ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ ফ্র্যাঞ্চাইজির নির্মাতা রব কোহেনের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে আবারও। 

হাফিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, একজন নারী অচেতন থাকা অবস্থায় কোহেন তার সঙ্গে আপত্তিকর আচরণ করেছেন বলে সেই নারী অভিযোগ তুলেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন রব কোহেন।

 

জেন ছদ্মনামের ওই নারী দাবি করেছেন, ২০১৫ সালে কোহেন এই কাণ্ড ঘটিয়েছিলেন। একটি টিভি অনুষ্ঠান বিষয়ে আলোচনার জন্য একটি মিটিংয়ের কথা বলে কোহেন ওই মেয়েকে ম্যানহাটনে একটি ক্লাবে ডেকেছিলেন।  

এর আগে কোহেনের নিজের মেয়েই তাকে যৌননিগ্রহ করার অভিযোগ তুলেছিলেন। এ বছরের শুরুতে কোহেনের মেয়ে ভ্যালকাইরি উইদার অভিযোগ করেন, যখন তিনি শিশু ছিলেন তখন কোহেন তার সঙ্গে আপত্তিকর ব্যবহার করেছিলেন।  

উইদার আরও দাবি করেন, কোহেন তাকে থাইল্যান্ড ও চেক প্রজাতন্ত্রে যৌনকর্মীদের স্থাপনায় নিয়ে গিয়েছিলেন। তখন তিনি কিশোরী ছিলেন।  

তবে হলিউডভিত্তিক সংবাদমাধ্যম ডেডলাইনকে এক সাক্ষাৎকারে রব কোহেন বলেন, ‘আমি কখনো কাউকে যৌননিগ্রহ, ধর্ষণ, মাদকাসক্ত বা হেনস্থা করিনি। আমি ‘জেন’ নামের ওই নারীর সঙ্গে কখনোই কোনো ক্লাবে যাইনি। ’

‘আমি আশা করি, হাজার হাজার মানুষ যারা আমাকে চেনেন, আমার সঙ্গে কাজ করেছেন এবং ভালো মনের মানুষেরা দেখতে পাবেন, এসব অসত্য ও ভিত্তিহীন গল্প। একটি ঘৃণাপরায়ণ মেয়ে ও তার মায়ের (সাবেক স্ত্রী) কারণে এসব ঘটনা রটানো হচ্ছে’, যোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।