ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পূজার গানে অভিমানী সুর ‘আর তোমারে ডাকব না মা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১০ ঘণ্টা, অক্টোবর ১, ২০১৯
পূজার গানে অভিমানী সুর ‘আর তোমারে ডাকব না মা’

দুর্গাদেবীকে মাতৃরূপে বন্দনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিবছর দুর্গাপূজার আনন্দকে রাঙিয়ে তুলতে পূজার গান প্রকাশ করেন অনেক শিল্পীই। এবার ‘মায়ের প্রতি সন্তানের অভিমানী’ ঢঙে নতুন আঙ্গিকে পূজার গান নিয়ে এসেছে টিম চ্যাপ্টার টু।

বাঙালি হিন্দুর সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। পূজার সাথে রয়েছে বাঙালি সংস্কৃতির নিবিড় সম্পর্ক।

বাঙালির বৃহত্তম এই সর্বজনীন উৎসবে প্রতিবছরের ন্যায় আবারও পূজার গান পরিবেশন করেছে টিম চ্যাপ্টার টু। এবার পূজার গানটিতে মাতৃরূপী দুর্গার প্রতি অভিমান প্রকাশ করেছেন গীতিকবি।  

বিজন রায়ের সংগীতায়োজনে চতুর্থবারের নিবেদন এই গানটি। শুভজিৎ সাহার সুরে ও মিন্টু ভদ্রের কথায় গানটিতে কণ্ঠ দিয়েছেন প্রতাপ দত্ত এবং শুভজিৎ সাহা।  

টিম চ্যাপ্টার টু এর আগে ২০১৬ সালের দুর্গাপূজায় ‘মা ভবানী দুর্গা’, ২০১৭ সালে ‘পুজো পুজো ফিলিংস’, ২০১৮ সালে ‘বাজারে ঢাক বাজা’ শিরোনামে গান প্রকাশ করে। গানগুলো প্রতি বছরেই দুর্গোৎসবে আনন্দের সঙ্গী হয়। সংস্থাটির চতুর্থবারের নিবেদন ‘আর তোমারে ডাকব না মা’।

গানটি প্রসঙ্গে গীতিকার মিন্টু ভদ্র বাংলানিউজকে বলেন, গানটিতে একজন অভিমানী ভক্তের আর্তি প্রকাশিত হয়েছে। এবারের মাতৃবন্দনায় ভক্তি সংগীতের আদলে গানটিতে অশুভ শক্তির বিনাশের প্রার্থনা রয়েছে স্পষ্ট।  

টিম চ্যাপ্টার টু’র পরিচালক ঋদ্ধ রাজু দে বলেন, ‘বিগত বছরগুলোতে আমরা দুর্গাপূজাকেন্দ্রিক গান উপহার দেওয়ার চেষ্টা করেছি। এবার ভজন সংগীতের আদলে অর্থাৎ শ্যামা সংগীতের ঘরানায় গানটি করার প্রয়াস করেছি। আশা করছি সংগীত পিপাসু মানুষের কাছে গানটি সমাদৃত হবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, অক্টোবর ০১, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।