ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

উঠতি শিল্পীদের নিয়ে কাজ করছেন মিলন খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৯
উঠতি শিল্পীদের নিয়ে কাজ করছেন মিলন খান মিলন খান

সাবিনা ইয়াসমীন, আইয়ুব বাচ্চু, তপন চৌধুরী, শুভ্রদেব, আসিফ আকবর’সহ অনেক জনপ্রিয় ও গুণী শিল্পীর মিক্সড-একক অ্যালবামের গীতিকবি মিলন খান। তার লেখা বেশকিছু গান শ্রোতামহলে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। 

 

এর মধ্যে আইয়ুব বাচ্চুর একক ক্যারিয়ারের ‘ময়না’, তপন চৌধুরীর কণ্ঠে ‘আকাশে মেঘের নদী’, ‘ডায়েরির পাতা’, ‘পাথর কালো রাত’, ডলি সায়ন্তনীর কণ্ঠে ‘নিতাগঞ্জে জমছে মেলা’, শুভ্রদেবের কণ্ঠে ‘বুকের জমিন’, ‘সাদা কাগজ’, রবি চৌধুরীর কণ্ঠে ‘সাদা কাফনে আমাকে জড়াতে পারবে’, আসিফ আকবরের কণ্ঠে ‘কারো কথাতে তুমি কান দিও না মেয়ে’, ‘স্বপ্নের নায়িকা তুমি’ প্রভৃতি।

বিশিষ্ট এই গীতিকবি মাঝখানে দীর্ঘদিন গান লেখা থেকে দূরে ছিলেন।

সম্প্রতি বিরতির অবসান ঘটালেন। এখন আবার গান নিয়ে কাজ শুরু করেছেন তিনি। ভালো গান করে কিন্তু সুযোগের অভাবে যেসব শিল্পীরা কাজ করতে পারছেন না, তাদের সুযোগ দিচ্ছেন তিনি। নিজের পৃষ্ঠপোষকতায় নতুনদের জন্য তৈরি করছেন গান। গানগুলো প্রকাশ করছেন তারই ইউটিউব চ্যানেলে।

সম্প্রতি উঠতি কণ্ঠশিল্পী কনিকা রায় ও মমিনের জন্য তৈরি করেছেন ‘রাস্তা ভরা জল’ কনিকার একককণ্ঠে ‘চান্দের আলো পড়ে না রে’, অনুপমা মুক্তির জন্য ‘নীল আঁচলে আকাশ নীলে’, ‘অন্তর আমার লাল সবুজের প্রান্তর’, মোমিন বিশ্বাসের জন্য ‘আমি ডাকলে তোমার সময় হয় না’, ‘ও মানুষ তুই মানুষ হবি কবে’ প্রভৃতি। গানগুলোর সুর-সংগীতায়োজন করেছেন শেখ সাদী খান, এরফান টিপু ও আলামিন খান। বর্তমানে চলছে আরও বেশকিছু গান তৈরির কাজ।

এ প্রসঙ্গে মিলন খান বলেন, ‘গান প্রকাশের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। যারা ভালো গান করে, তাদের নিয়ে আমি কাজ করছি। বলতে পারেন, আমি উঠতি শিল্পীদের প্রকাশ্যে আনার চেষ্টা করছি। আশা করছি আমার এই প্রচেষ্টা সফল হবে। ’

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, অক্টোবর ০৫, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।