ঢাকা, রবিবার, ২৩ ভাদ্র ১৪৩২, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

বাগদান সারলেন ‘সাহো’খ্যাত অভিনেত্রী এভেলিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫১, অক্টোবর ৮, ২০১৯
বাগদান সারলেন ‘সাহো’খ্যাত অভিনেত্রী এভেলিন

বলিউডের বেশকিছু সিনেমায় অভিনয় করে খ্যাতি পেয়েছেন ভারতীয় মডেল ও অভিনেত্রী এভেলিন লক্ষ্মী শর্মা। এবার তিনি ঘর বাঁধতে চলেছেন। এরই মধ্যে প্রেমিক অস্ট্রেলিয়ান ডেন্টাল সার্জন তুষান ভিন্দির সঙ্গে বাগদান সেরেছেন এ তারকা।

টুইটারে নিজেদের একটি অন্তরঙ্গ ছবি পোস্ট করে ক্যাপশনে এভেলিন লেখেন, ‘ইয়েস’। ছবিতে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়ার সিডনির বিখ্যাত হারবার ব্রিজকে পেছনে রেখে জাহাজের উপর দাঁড়িয়ে একে অপরকে আলিঙ্গন করছেন তারা।

ছবির কমেন্টের বক্সে শুভেচ্ছার জোয়ারেও ভাসছেন এ যুগল।

টুইটারে পোস্ট করা ছবিতে এভেলিনের সঙ্গে তার প্রেমিক তুষান

কিছুদিন আগে সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে এভেলিন তার প্রেমিক প্রসঙ্গে বলেন, ‘এটা ছিল স্বপ্ন বাস্তব হওয়ার মতো। তুষান আমাকে আগে থেকেই ভালোভাবে চিনত। তার প্রস্তাব ছিল একদম নিখুঁত। বিয়ের তারিখ ঠিক হলে আমরা আলাদাভাবে তা ঘোষণা করবো। তবে এখন আমরা একে অপরের সঙ্গে কাটানো সময়টা উপভোগ করছি। ’ 

‘আমার এক বন্ধুর মাধ্যমে গত বছরের (২০১৮) কোনো এক সময় তুষানের সঙ্গে আমার পরিচয় হয়। ও খুব রোমান্টিক একজন মানুষ এবং আমার চেয়েও বেশি ফিল্মি,’ যোগ করেন ‘সাহো’খ্যাত এ অভিনেত্রী।

২০১২ সালে ‘ফ্রম সিডনি উইথ লাভ’ সিনেমার মধ্য দিয়ে এভেলিনের বলিউডে অভিষেক ঘটে। ‘ইয়ে জাওয়ানি হ্যায় দিওয়ানি’, ‘ম্যায় তেরা হিরো’ ও ‘নৌটাঙ্কি সালা’র মতো সিনেমায় অভিনয় করে সবার নজর কেড়েছেন তিনি। তার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত বিগ বাজেটের সিনেমা ‘সাহো’। এতে আরও অভিনয় করেছেন প্রভাস ও শ্রদ্ধা কাপুর। বিশ্বব্যাপী সিনেমাটি ৩০০ কোটি রুপি আয় করেছে।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।