গত ৭ অক্টোবর বুয়েটের ছাত্র আবরার ফাহাদকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা জানিয়েছেন কাঞ্চন। নিসচার পক্ষ থেকে এই নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘এই ঘটনা আমাদের হৃদয়কে ব্যথিত করেছে।
ইলিয়াস কাঞ্চন আরও বলেন, ‘যেখানে মেধার চর্চা হয় সেখানে প্রাণহরণ কখনই কাম্য হতে পারে না। এ ধরনের ঘটনা অনাকাঙ্খিত, অনভিপ্রেত ও হৃদয়বিদারক। কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেনো এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় এই ব্যাপারে সকলের সহযোগিতা আশা করছি। দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠানসমূহে যাতে শিক্ষার পরিবেশ বিঘ্নিত এবং এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না হয় তার জন্য সংশ্লিষ্ট সকল মহলের হস্তক্ষেপও কামনা করছি। ’
নিসচা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন দৃঢ়তার সঙ্গে আরও বলেন, ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ড যদি ঘুনপোঁকায় আক্রমণ করে মেধার ক্ষয় করে, সেখানে মেধাবীদের মেধার বিকাশ ঘটে না। এ ধরনের অবস্থা অভিভাবক সমাজকে আতঙ্কিত করে তুলবে। আমরা সকল ধরনের আশঙ্কা এবং আতঙ্কমুক্ত শিক্ষাঙ্গন চাই। চাই মুক্তবুদ্ধি চর্চা। চাই প্রাণবন্ত পরিবেশে আমাদের আগামীর প্রজন্ম বেড়ে উঠুক। সরকার এবং শিক্ষা প্রতিষ্ঠানের অভিভাবক এবং শিক্ষকসমাজ নিশ্চযই আমাদের আশ্বস্ত করবেন। ’
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
ওএফবি