এই সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে তাপসী পান্নু ও ভূমি পেড়নেকর অভিনীত ‘ষাঁড় কি আঁখ’। সিনেমাটি মুক্তি পাবে আগামী দিওয়ালিতে।
তুষার হীরানন্দনি পরিচালিত সিনেমাটিতে দুইজন দাদীর কাহিনী দেখা যাবে। তারা হলেন চন্দ্র ও প্রকাশী। ৬০ বছর বয়সে তারা শ্যুটিং করতে বন্দুক হাতে নিয়েছিলেন। উদ্দেশ্য ছিল তাদের মেয়েদের শ্যুটিং শেখাবেন, তারা যেন ভাগ্য বদলাতে পারে আর সারা জীবন অবদমিত হয়ে না থাকে। কিন্তু মেয়েদের নয়, বরং নিজেদের দক্ষতাকেই আবিষ্কার করেন তারা।
সামাজিক বহু প্রতিবন্ধকতা পেরিয়ে এগিয়ে যান চন্দ্র ও প্রকাশী। পেশাদারী জীবনকালে তারা প্রত্যেকে ৩৫২টি করে পদক জয় করেন। সেইসঙ্গে দেশের জন্যও সুখ্যাতি অর্জন করেন।
ভারতের বর্তমান উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইড়ু এই সিনেমার গল্পের প্রশংসা করেছেন।
সিনেমাটিতে তাপসী পান্নু ও ভূমি পেড়নেকরসহ আরও অভিনয় করেছেন প্রকাশ ঝা, বিনীত কুমার ও শাদ রানধাওয়া।
অনুরাগ কাশ্যপ ও নিধি পরমার প্রযোজিত সিনেমাটি আসছে দিওয়ালিতে ২৫ অক্টোবর মুক্তি পাবে।
বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
এমকেআর