ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

সেরা বাংলাবিদের পুরস্কার জিতলেন শাহেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৪৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
সেরা বাংলাবিদের পুরস্কার জিতলেন শাহেদ

ঢাকা: ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ মহোৎসব ২০১৯ সেরাদের সেরা প্রথম পুরস্কার জিতে নিলেন শাজেদুর রহমান শাহেদ। সেরাদের তালিকায় দ্বিতীয় স্থান অর্জনকারী হলেন অন্তিকা জান্নাত এবং তৃতীয় স্থান অর্জনকারী হলেন অয়ন চক্রবর্তী।

শুক্রবার (১১ অক্টোবর) রাত ১০টা ১০মিনিটে  হোটেল সোনারগাঁওয়ে প্রধান অতিথি হিসেবে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।  প্রথম পুরস্কার দেওয়া হয়েছে ১০ লাখ টাকার চেক, দ্বিতীয় পুরস্কার ৩ লাখ টাকার চেক ও তৃতীয় পুরস্কার বিজয়ী পেয়েছেন ২ লাখ টাকার শিক্ষাবৃত্তি।

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ মহোৎসব ২০১৯।  ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজ

অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমি এ ধরনের মাতৃভাষা চর্চার অনুষ্ঠান দেখে অভিভূত। সারা বিশ্বে যারা দেখছেন, তারাও অভিভূত। আমরা গর্বিত ও অনুপ্রাণিত। তিনি বলেন, মাতৃভাষা নিয়ে রক্তদানের ইতিহাস রয়েছে। এরকম তরুণ প্রজন্মকে গড়ে তুললে দেশপ্রেম জাগ্রত হবে। দেশপ্রেম জাগ্রত করলে বঙ্গবন্ধু ও শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হবে। সবাইকে সঙ্গে নিয়ে আমরা স্বপ্নের বাংলাদেশ  গঠন করতে চাই।  

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাকের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এমএম ইস্পাহানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মির্জা শাকির ইস্পাহানি ও পরিচালক মির্জা আলী ইস্পাহানি।  

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  কথাসাহিত্যিক আনিসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৌমিত্র শেখর, অভিনেত্রী ত্রপা মজুমদার, সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী।  

স্বাগত বক্তব্য রাখেন ইস্পাহানি মির্জাপুর টি কোম্পানির জিএম ওমর ফারুক।  

ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ ৩য় বর্ষে ৮০ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে। গ্র্যান্ড ফিনালে সেরা ৬ প্রতিযোগীর মধ্য থেকে ৩ জন সেরা হন।  

প্রতিযোগিতার প্রথম ১০ জন ল্যাপটপসহ ব্যক্তিগত লাইব্রেরি করার জন্য ৫০ হাজার টাকা পুরস্কার পেয়েছেন।  

সেরা দশে স্থান পেয়ে ল্যাপটপ, আলমিরা ও বই উপহার জিতে নেন ফাহিম ফাহাদ অর্ক, মৌমিতা তাসনীম, ইলমা আক্তার, সৌমিক মণ্ডল, অন্তিকা জান্নাত, অয়ন চক্রবর্তী, সাকিরা নূর মজুমদার, খাতুনে জান্নাত প্রাপ্তি,  অন্তিকা জান্নাত ও সুমেহরা কবীর।  

বাংলাদেশ সময়: ২৩৪৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৯
টিএম/জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।