ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

ডোয়াইন জনসন অভিনীত ডিজনি’র ‘জাঙ্গল ক্রুজ’ আসছে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
ডোয়াইন জনসন অভিনীত ডিজনি’র ‘জাঙ্গল ক্রুজ’ আসছে

হলিউড অভিনেত্রী এমিলি ব্লান্ট এবং ‘দ্য রক’খ্যাত তারকা ডোয়াইন জনসন অভিনীত ‘জাঙ্গল ক্রুজ’ সিনেমার ট্রেলার প্রকাশ করলো ডিজনি।

ডিজনির থিম পার্কের প্রেরণা যথারীতি জাঙ্গল ক্রুজেও থাকছে। সিনেমাটিতে মূলত একটি জঙ্গলে অ্যাডভেঞ্চারের কাহিনী দেখানো হলেও এতে দর্শকদের জন্য বেশ মজা ও বিনোদন থাকছে।

 

সিনেমাটির কাহিনী দেখে ধারণা করা যায়, এটি অন্যান্য অ্যাডভেঞ্চার ফ্র্যাঞ্চাইজির মতোই দারুণ বিনোদন দেবে। অনেকটা পাইরেটস অব দ্য ক্যারিবিয়ানের জনি ডেপ অভিনীত জ্যাক স্প্যারোর মতোই। অ্যাকশন হিরো ডোয়াইন জনসনকে অ্যাডভেঞ্চার হিরো হিসেবে নিশ্চয়ই দারুণ মানায়।

সিনেমাটিতে ডোয়াইন জনসন, এমিলি ব্লান্ট ছাড়াও জ্যাক হোয়াইটহল, অ্যাডগার রামরেজ, জেসি প্লিমোনস, পল গিয়াম্যাটিসহ আরও অনেকে অভিনয় করছেন।

সিনেমাটি পরিচালনা করছেন জৌমে কলেট-সেরা। তিনিই ডোয়াইন জনসনের পরবর্তী ডিসি মুভি ‘ব্লাক অ্যাডাম’ পরিচালনা করবেন।

‘জাঙ্গল ক্রুজ’ ২০২০ সালের ২৪ জুলাই মুক্তি পাবে বলে দিনক্ষণ নির্ধারিত হয়েছে।

আরও পড়ুন: দ্বিতীয় বিয়ে করলেন ‘দ্য রক’

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৯
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।