ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

গাইলেন সৈয়দ আব্দুল হাদী, কাঁদলেন ফাহমিদা নবী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
গাইলেন সৈয়দ আব্দুল হাদী, কাঁদলেন ফাহমিদা নবী পঞ্চম-হাদী-ফাহমিদা

এবার ফাহমিদা নবীর সুরে গাইলেন দেশবরেণ্য সংগীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। নিজের সুরে গুণী এই শিল্পীর কণ্ঠে গান তুলতে পেরে বেশ উচ্ছ্বসিত ফাহমিদা নবী। গান রেকর্ডিং শেষে ভিডিও বার্তায় সেই উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। 

রানা মাসুদের কথায় ফাহমিদা নবীর সুরে হাদীর কণ্ঠের নতুন এই গানের শিরোনাম ‘আমি কেমন করে ভুলি’। লোক ঘরানার এই গানের সংগীতায়োজকন করেছেন পঞ্চম নবী।

অর্থাৎ ভাই-বোনের সুর সংগীতে গানটি গাইলেন সৈয়দ আব্দুল হাদী। আর এই গান রেকর্ডিং শেষে বাবাকে (মাহমুদূন্নবী) স্মরণ করে কাঁদেন ফাহমিদা নবী।

এই গান প্রসঙ্গে পঞ্চম নবী বাংলানিউজকে বলেন, ‘হাদী চাচার গানের সংগীতায়োজন করেছি- এটা আমার জীবনের অনেক বড় একটা অর্জন। বাবার গান করার সৌভাগ্য হয়নি কিন্তু বাবার বন্ধুর জন্য গান করতে পেরে আমি খুবই আনন্দিত। ’

ফাহমিদা নবী বলেন, ‘গানটিতে হাদী চাচা কণ্ঠ দেওয়ার সময় মনে হচ্ছিলো- বাবাই যেনো গানটি গাইতেছেন (কেঁদে কেঁদে)। আমি ভীষণ খুশি, হাদী চাচার জন্য সুর করতে পেরে। এই আনন্দ আসলে বলে বোঝানো যাবে না। ’

সৈয়দ আব্দুল হাদী বলেন, ‘বন্ধুর মেয়ের সুর আর ছেলের সংগীতে গাইতে পেরে আমি বেশ অভিভূত। ফাহমিদা খুবই সুন্দর সুর করেছে। গানটি গাওয়ার সময় মনে হয়েছে, ও আমার জন্যই সুরটি করেছে। ফাহমিদার জন্য অনেক অনেক শুভকামনা।

গানটি ডেইলি স্টারের ‘জীবনের জয়গান’ শীর্ষক ৬টি লোকগানের প্রজেক্টের অন্যতম একটি। এবারের প্রজেক্টে সৈয়দ আব্দুল হাদী ছাড়াও গাইছেন ইন্দ্রমোহন রাজবংশী, দিলরুবা খান প্রমুখ।

ভিডিও: 

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৯
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।