শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় প্রদর্শিত হবে নাটক ‘কোজাগরী’। এটি ভারতের বেলঘরিয়া অভিমুখের আলোচিত একটি প্রযোজনা।
ক্ষমতা অপব্যবহারের চালচিত্র এবং এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা নিয়ে এই নাটক। আর এই প্রতিবাদগুলোই আমাদের নতুন প্রত্যয়ে বাঁচার যে প্রেরণা জোগায়- তা যথাযথভাবে নাটকটিতে তুলে ধরা হয়েছে।
নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন- অশোক মজুমদার, জয়তী চক্রবর্তী, সায়নী সরকার, স্বাতীলেখা, জয়ন্ত বন্দ্যোপাধ্যায়, সুপ্রিয়া রায় চৌধুরী, কল্যাণব্রত ঘোষ, অনুজয় চ্যাটার্জি, উজান চ্যাটার্জি, বর্ণালী চ্যাটার্জি, কৌশিক শীল, শান্তনু সাহা, ইন্দ্রনীল সেনগুপ্ত, বারীশ ভট্টাচার্য, দিব্যেন্দু বর্মণ রায়, বাণীব্রত রায়, শুভম চক্রবর্তী, সঞ্জীব বিশ্বাস, সুজয় রাজ মৈত্র, অরূপ দাস, দীপায়ণ ভৌমিক প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৯
ওএফবি