ঢাকা, মঙ্গলবার, ২৪ ভাদ্র ১৪৩২, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬ রবিউল আউয়াল ১৪৪৭

বিনোদন

লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে অমিতাভ বচ্চন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, অক্টোবর ১৮, ২০১৯
লিভারের সমস্যা নিয়ে হাসপাতালে অমিতাভ বচ্চন

গত ১১ অক্টোবর বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন ৭৭ তম জন্মদিন উদযাপন করেছেন। এই বয়সেও অমিতাভ দাপিয়ে কাজ করছেন। কখনো তাকে ক্লান্তি প্রকাশ করতে দেখা যায়নি। তবে সম্প্রতি লিভারের সমস্যা নিয়ে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি হতে হয়েছে এই মেগাস্টারকে।

হাসপাতাল সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমকে জানায়, সোমবার (১৪ অক্টোবর) দিনগত রাত ২ টার দিকে ‘শাহেনশাহ’কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবারও (১৮ অক্টোবর) তার শারীরিক চেকআপ চলছে।

তবে খুব তাড়াতাড়িই তাকে ছেড়ে দেওয়া হবে।

অন্য আরেকটি সংবাদমাধ্যম বলছে, হাসপাতালে অনেক সাবধানতার সঙ্গে অমিতাভের চিকিৎসা চলছে। তাকে যে কেবিনটিতে রাখা হয়েছে, তা একেবারে জীবাণুমুক্ত করা হয়েছে।  

চার দিন ধরে ‘বিগ বি’ অসুস্থ থাকলেও বচ্চন পরিবার খবরটি প্রকাশ্যে আনেনি।

১৯৮২ সালে সিনেমার শুটিংয়ের সময় মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে হেপাটাইটিস বি’তে আক্রান্ত হন অমিতাভ বচ্চন। এরপরই তার লিভারের ৭৫ শতাংশ অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই তাকে নিয়মিত লিভারের চিকিৎসা নিতে হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।