হাসপাতাল সূত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমকে জানায়, সোমবার (১৪ অক্টোবর) দিনগত রাত ২ টার দিকে ‘শাহেনশাহ’কে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবারও (১৮ অক্টোবর) তার শারীরিক চেকআপ চলছে।
অন্য আরেকটি সংবাদমাধ্যম বলছে, হাসপাতালে অনেক সাবধানতার সঙ্গে অমিতাভের চিকিৎসা চলছে। তাকে যে কেবিনটিতে রাখা হয়েছে, তা একেবারে জীবাণুমুক্ত করা হয়েছে।
চার দিন ধরে ‘বিগ বি’ অসুস্থ থাকলেও বচ্চন পরিবার খবরটি প্রকাশ্যে আনেনি।
১৯৮২ সালে সিনেমার শুটিংয়ের সময় মারাত্মক দুর্ঘটনার শিকার হয়ে হেপাটাইটিস বি’তে আক্রান্ত হন অমিতাভ বচ্চন। এরপরই তার লিভারের ৭৫ শতাংশ অংশ ক্ষতিগ্রস্ত হয়। এরপর থেকেই তাকে নিয়মিত লিভারের চিকিৎসা নিতে হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
জেআইএম