এবার জানা গেল সিনেমাটিতে নিরবের নায়িকা হচ্ছেন নবাগত উষ্ণ হক। ৬ অক্টোবর এতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
এ প্রসঙ্গে রফিক সিকদার বাংলানিউজকে বলেন, ‘উষ্ণকে দেখে আমার চন্দ্রাবতীই মনে হয়েছে। যেমন চেয়েছি, ঠিক তেমনই। মেয়েটি বেশ আত্মবিশ্বাসী। আমার বিশ্বাস নিরবের বিপরীতে ও ভালো করবে। ’
তিনি আরও জানান, ১ নভেম্বর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সিনেমাটির মহরত অনুষ্ঠিত হবে। ৩০ নভেম্বর থেকে পাবনায় এর শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
উষ্ণ বলেন, ‘এটি আমার দ্বিতীয় সিনেমা। এর আগে ‘স্বপ্ন’ নামের আরেকটি সিনেমায় আমি কাজ শুরু করেছি। ‘বসন্ত বিকেল’র গল্প আমার মন ছুঁয়ে গেছে। সবার সহযোগিতা নিয়ে দর্শকদের ভালো একটি কাজ উপহার দিতে চাই। ’
মহানায়িকা সুচিত্রা সেনের স্মৃতিবিজড়িত পাবনা শহরে বেড়ে ওঠা রুদ্র ও চন্দ্রাবতী নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমফিল অধ্যয়নরত দুই স্বপ্নবান হিন্দু যুবক ও যুবতীর গভীর প্রেমের বিয়োগান্তক পরিণতির গল্প নিয়ে ‘বসন্ত বিকেল’ নির্মাণ হতে যাচ্ছে।
সিনেমাটির গল্প, সংলাপ ও চিত্রনাট্যও রফিক সিকদারের। এটি প্রযোজনা করছে আরবিএস টেক লিমিটেড।
বাংলাদেশ সময়: ১৯৪ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৯
জেআইএম