মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে হুমায়ূন সাধুর ঘনিষ্ঠজন ও নাট্যনির্মাতা আশফাক নিপুণ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার দুপুরে হুমায়ূন সাধুর চিকিৎসক তার বিষয়ে কথা বলেছেন।
বর্তমানে হাসপাতালটির নিউরোলজি বিভাগের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) সাধুকে রাখা হয়েছে। তিনি ভারতীয় চিকিৎসক কৃষ্ণা প্রভুর তত্ত্বাবধানে রয়েছেন।
রোববার (২০ অক্টোবর) দিনগত রাত ২টার দিকে হঠাৎ সাধুর দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয়। এরপরই তাকে লাইফ সাপোর্ট দেওয়া হয়।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর হুমায়ূন সাধুর প্রথম ব্রেন স্ট্রোক হলে প্রচণ্ড জ্বর হয় এবং তার কথা বলা বন্ধ হয়ে যায়। তখন তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ১৩ অক্টোবর রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে সাধুকে স্থানান্তরিত করা হয়।
পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে অস্ত্রোপচারের প্রস্তুতি নেওয়া হয়েছিল। কিন্তু এর আগেই তার দ্বিতীয় ব্রেন স্ট্রোক হয় এবং তিনি আরও অসুস্থ হয়ে পড়েন।
গুরুতর অসুস্থ হুমায়ূন সাধুর জন্য দোয়া চেয়েছেন ভক্ত, শোবিজে তার ঘনিষ্ঠজন ও সহকর্মীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে বহু মানুষ তাকে নিয়ে পোস্ট দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৯
জেআইএম
আরও পড়ুনঃ
হুমায়ূন সাধুর সুস্থতা কামনায় বন্ধু-সহকর্মীরা
২৪ ঘণ্টার পর্যবেক্ষণে হুমায়ূন সাধু
লাইফ সাপোর্টে হুমায়ূন সাধু
গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে অভিনেতা হুমায়ূন সাধু