ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ভাওয়াইয়া সম্রাটের জন্মদিনে ‘দশম ভাওয়াইয়া উৎসব’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
ভাওয়াইয়া সম্রাটের জন্মদিনে ‘দশম ভাওয়াইয়া উৎসব’ আব্বাসউদ্দীন আহমদ

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শুরু হচ্ছে ‘দশম ভাওয়াইয়া উৎসব’ এবং তৃতীয় ভাওয়াইয়া বিষয়ক কর্মশালা-২০১৯। উৎসবটির আয়োজক ভাওয়াইয়া গানের শিক্ষা, সংগ্রহ, সংরক্ষণ ও গবেষণার বিশেষায়িত জাতীয়ভিত্তিক সংগঠন ‘ভাওয়াইয়া অঙ্গন’।

রোববার (২৭ অক্টোবর) ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদ’র ১১৮তম জন্মদিন। দিনটিকে ঘিরে শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলাকেন্দ্র মিলনায়তনে শুরু হবে ভাওয়াইয়া উৎসব ও কর্মশালা।

এর মধ্যে কর্মশালা শুরু বিকেল ৩টায়। এ পর্বের উদ্বোধন করবেন বিশিষ্ট গীতিকবি ও ছড়াকার রফিকুল হক।

কর্মশালার শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ‘দশম ভাওয়াইয়া উৎসব’। প্রধান অতিথি হিসেবে এ আয়োজনের উদ্বোধন করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব কে এম খালিদ।  

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন লোক গবেষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও ভাওয়াইয়া অঙ্গনের প্রধান উপদেষ্টা মুস্তফা জামান আব্বাসী, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক, ভাওয়াইয়া অঙ্গনের প্রধান উপদেষ্টা আবু আলম মো. শহিদ খান এবং বিশিষ্ট সংগীতশিল্পী মো. নুরুল ইসলাম।

এ উৎসবের সভাপতিত্ব করবেন ভাওয়াইয়া অঙ্গনের চেয়ারপারসন সালমা মোস্তাফিজ। অনুষ্ঠান সঞ্চালনায় থাকছেন মাজহারুল ইসলাম ও সাহস মোস্তাফিজ।

ভাওয়াইয়া সম্রাট আব্বাসউদ্দীন আহমদ ১৯০১ সালের ২৭ অক্টোবর পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার তুফানগঞ্জ মহকুমার বলরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। আধুনিক গান, স্বদেশী গান, ইসলামি গান, পল্লীগীতি, উর্দুগান সবই গেয়েছেন তিনি। তবে পল্লীগীতিতে তার মৌলিকতা ও সাফল্য সবচেয়ে বেশি।  

‘রমজানর ওই রোজার শেষে’, ‘তোরা দেখে যা আমিনা মায়ের কোলে’, ‘ত্রিভূবনের প্রিয় মোহাম্মদ’ ‘ওকি গাড়িয়াল ভাই’, ‘তোরসা নদী উথাল পাতাল, কারবা চলে নাও’, ‘প্রেম জানে না রসিক কালাচান’সহ আরও অসংখ্য কালজয়ী গানের সংগীতশিল্পী হলেন আব্বাসউদ্দীন আহমদ। বাংলা গানের ভুবনে আব্বাসউদ্দীন আহমদ একটি ধ্রুবদি নাম।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৯
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।