ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

নীলফামারীতে শুক্রবার শুরু হচ্ছে আন্তর্জাতিক নাট্যোৎসব

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, নভেম্বর ১, ২০১৯
নীলফামারীতে শুক্রবার শুরু হচ্ছে আন্তর্জাতিক নাট্যোৎসব

নীলফামারী: নীলফামারীতে জলসিঁড়ি নাট্য সংস্থার আয়োজনে শুক্রবার (১ নভেম্বর)  থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক নাট্যোৎসব। এ উপলক্ষে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে নীলফামারী উন্মুক্ত মঞ্চে সংবাদ সংবাদ সম্মেলন করেছে সংস্থাটির সদস্যরা।

নীলফামারী আন্তর্জাতিক নাট্যোৎসবের আহ্বায়ক ও জলসিঁড়ি নাট্য সংস্থার সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান জানান, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় নাট্য উৎসব উপলক্ষে একটি র‌্যালি করা হবে। এরপর জাতীয় পতাকা উত্তোলন ও সঙ্গীত পরিবেশনের পর কর্মসূচির উদ্বোধন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতি লিয়াকত আলী লাকী।

 

নীলফামারী জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনের সভাপতিত্বে এসময় বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

নীলফামারী জেলা পরিষদ ও জেলা শিল্পকলা অডিটরিয়ামের সার্বিক সহায়তায় ১ নভেম্বর ভারতের চাকদাহ নাট্যজন পরিবেশিত নাটক ভানু সুন্দরীর পালা, ২ নভেম্বর রাজশাহীর অনুশীলন নাট্যদল পরিবেশিত নাটক ‘বুদে রামের কূপে পড়া’, ৩ নভেম্বর ভারতের ছন্দম পরিবেশিত নাটক ‘মেদেয়ারা’, ৪ নভেম্বর নীলফামারীর জলসিঁড়ি নাট্যসংস্থা পরিবেশিত নাট ‘হবু রাজার একুশ পালন’ ও ৫ নভেম্বর ঢাকার পদাতিক নাট্যদল পরিবেশিত নাটক ‘গহনযাত্রা’ মঞ্চস্থ করা হবে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৯
এসএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।