ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

‘কণ্ঠ’ করতে গিয়ে জীবনীশক্তি পেয়েছি: জয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০১৯
‘কণ্ঠ’ করতে গিয়ে জীবনীশক্তি পেয়েছি: জয়া

‘কিছু চরিত্র থাকে যা অভিনয় জীবনে আঁচড় কাটতে পারে। ‘কণ্ঠ’ সিনেমায় আমি তেমনই একটি চরিত্র করেছি। এটি করতে পেরে আমার ভীষণ আত্মতৃপ্তি পেয়েছি। সিনেমাটিতে কাজ করতে গিয়ে আমি এমন সব ক্যান্সার আক্রান্তদের সঙ্গে মিশেছি, যাদের দেখে আমি জীবনীশক্তি পেয়েছি। আমার মনে হয়েছে, আমরা বেঁচে আছি এটাই সবচেয়ে বড় ব্যাপার। আসলে এ সিনেমাটি মানুষের জীবনে প্রেরণা জোগাবে।’

শুক্রবার (৮ নভেম্বর) কলকাতার সিনেমা ‘কণ্ঠ’ মুক্তি পাচ্ছে বাংলাদেশে। এ উপলক্ষে বুধবার (০৬ নভেম্বর) দুপুরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

তিনি সিনেমাটির কেন্দ্রীয় একটি চরিত্রে অভিনয় করেছেন।  

রাজধানীর চ্যানেল আই ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘কণ্ঠ’র যুগল পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার।  অনুষ্ঠানে জয়া আহসান আরও বলেন, ‘কণ্ঠ’ আমার জন্য একটা জার্নির মত ছিল। অনেককিছু শিখেছি, জীবন ও বেঁচে থাকার লড়াইকে খুব কাছ থেকে দেখছি। যারা ক্যান্সার আক্রান্ত তাদের জন্য ‘কণ্ঠ’ সিনেমায় দারুণ কিছু মেসেজ রয়েছে। জীবনীশক্তি ফিরে পাওয়ার রসদ রয়েছে। আমি মনে করি সম্ভব হলে যারা ক্যান্সার আক্রান্ত তাদের নিয়ে পরিবারের সদস্যরা প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখা উচিত। ’

‘কণ্ঠ’র সংবাদ সম্মেলনে নন্দিতা রায়, জয়া আহসান ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (বাঁ থেকে)/ ছবি: বাংলানিউজ

নন্দিতা রায় বলেন, ‘আমাদের সিনেমার বিষয়টি খুব স্পর্শকাতর। তাই শুরুতে খুব ভয় কাজ করছিল, দর্শক ‘কণ্ঠ’  গ্রহণ করবেন কি না। শেষ পর্যন্ত সবার ভালো লেগেছে। তাই শুধু পশ্চিমবঙ্গে নয়, পুরো বিশ্বে সিনেমাটি ছড়িয়ে দিতে চাই। সে যাত্রার শুরু হচ্ছে বাংলাদেশ থেকে। ’

শিবপ্রসাদ মুখোপাধ্যায় বলেন, ‘পশ্চিমবঙ্গে সিনেমাটি এতটাই সাফল্য পেয়েছে যে, মুক্তির পর প্রথম ১১ দিনে দুই কোটি রুপি আয় করে। ভারতে যখন লোকসভা নির্বাচন চলছিল, সে সময়েই সিনেমাটি মুক্তি পায় এবং এমন ব্যবসা করেছি। পাশাপাশি সবাই সিনেমাটি গ্রহণও করেছেন। আমার বিশ্বাস বাংলাদেশের দর্শকও ‘কণ্ঠ’ পছন্দ করবেন। ’

বাগযন্ত্রের ক্যানসারে আক্রান্ত বিভূতি চক্রবর্তীর জীবনের গল্পে নির্মিত হয়েছে ‘কণ্ঠ’। এতে অর্জুন চরিত্রে অভিনয় করেছেন শিবপ্রসাদ নিজেই। তার স্ত্রী চরিত্রে রয়েছেন পাওলি দাম। স্পিচ থেরাপিস্টের চরিত্রে দেখা যাবে জয়া আহসানকে। শিবপ্রসাদের মনের জোর ফিরিয়ে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করতে দেখা যাবে তাকে।

চলতি বছর ১০ মে কলকাতায় মুক্তি পায় ‘কণ্ঠ’। দর্শকমহলে প্রশংসিত হওয়ার পাশাপাশি বেশ ব্যবসাসফলও হয় সিনেমাটি। এটি প্রযোজনা করেছে ভারতের উইন্ডোজ প্রোডাকশন হাউজ। বাংলাদেশে পরিবেশনা করছেন ইমপ্রেস টেলিফিল্ম।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।