ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

২৫ বছর পর মঞ্চে ফিরছেন অমল পালেকর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
২৫ বছর পর মঞ্চে ফিরছেন অমল পালেকর

দীর্ঘদিন পর মঞ্চে ফিরছেন সত্তর দশকের নন্দিত বলিউড অভিনেতা অমল পালেকর। ২৫ বছর পর হিন্দি ‘কসুর’ নাটক নিয়ে তার প্রত্যাবর্তন ঘটছে।

অপরাধভিত্তিক নাটকটি যৌথভাবে লিখেছেন ও পরিচালনা করছেন সন্ধ্যা গোখলে ও পালেকর। নাটকটিতে এই অভিনেতাকে সাবেক এসিপি’র চরিত্রে দেখা যাবে।

 

এ প্রসঙ্গে পালেকর বলেন, গল্পটির দ্রুত এগিয়ে আচমকা আমাদের মনোযোগ ঘুরিয়ে দেবে ও আমাদের আত্মতৃপ্তিতে বিঘ্ন ঘটাবে এবং আমাদের অনুমানকে উল্টে দেবে। অন্তর্নিহিত অর্থ দিয়ে এটি আমাদের মনে দীর্ঘায়িত হবে।

২৪ নভেম্বর অমল পালেকর ৭৫ বছরে পা দিতে যাচ্ছে। এদিনই মুম্বাইয়ের টাটা থিয়েটারে নাটকটি মঞ্চস্থ হবে।  

১৯৭১ সালে মারাঠি সিনেমা ‘শান্তাতা’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে অমল পালেকরের। ১৯৭৪ সালে বসু চট্টোপাধ্যায়ের ‘রজনীগন্ধা’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রাখেন তিনি। ‘ছোটি সি বাত’, ‘গোলমাল’, ‘নরম গরম’, ‘ষোলবা সায়ন’সহ অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি। সিনেমার পাশাপাশি দীর্ঘ সময় মঞ্চে দাপিয়ে অভিনয় করেছেন এই তারকা।

বাংলাদেশ সময়: ১০৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।