ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ক্যান্সারে প্রাণ গেল নওয়াজুদ্দিন সিদ্দিকির বোনের

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৯
ক্যান্সারে প্রাণ গেল নওয়াজুদ্দিন সিদ্দিকির বোনের

বলিউডের খ্যাতিমান অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকির বোন সায়মা তামশি সিদ্দিকি (২৬) পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। দীর্ঘদিন ধরে ক্যান্সারে সঙ্গে লড়ছিলেন তিনি। ১৮ বছর বয়স থেকেই তিনি ব্রেস্ট ক্যান্সারে আক্রান্ত।

ভারতীয় বেশকিছু সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করে জানায়, শনিবার (০৭ ডিসেম্বর) সায়মা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।  

‘সেক্রেড গেমস’খ্যাত অভিনেতা যুক্তরাষ্ট্রে মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘নো ম্যানস ল্যান্ড’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত থাকা অবস্থায় বোনের মৃত্যুর খবর পেয়েছেন।

  

এদিকে গত বছর অক্টোবরে সায়মা তামশি সিদ্দিকির ২৫তম জন্মদিনে তার ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করার বিষয়টি নিয়ে এক আবেগঘন টুইট করেন নওয়াজুদ্দিন সিদ্দিকি।  

বোনকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তিনি লেখেন, আমার বোন ক্যান্সারের অ্যাডভান্সড স্টেজে আছে। সে ১৮ বছর বয়স থেকে ক্যান্সারের সঙ্গে লড়াই করছে। তবে তার ইচ্ছা শক্তি এবং সাহসই তার পক্ষে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে দাঁড়িয়েছে। তার বয়স এখন ২৫, কিন্তু সে এখনো লড়াই করে যাচ্ছে।  

তখন তিনি সায়মাকে প্রেরণা দেওয়ার জন্য চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।