ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

বিনোদন

আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ‘উড়ে যাওয়া পাখির চোখ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৫, ডিসেম্বর ১১, ২০১৯
আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে ‘উড়ে যাওয়া পাখির চোখ’

গিটারের জাদুকর আইয়ুব বাচ্চুকে উৎসর্গ করে নতুন গান প্রকাশ করল ব্যান্ডদল অ্যাশেজ। তাদের ‘অন্তঃসারশূন্য’ অ্যালবামের দ্বিতীয় গান ‘উড়ে যাওয়া পাখির চোখ’ সম্প্রতি ইউটিউবে প্রকাশ পেয়েছে।

গানটির কথা ও সুর জুনায়েদ ইভানের। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইফতি ইভান ও মির কাইসার।

এ প্রসঙ্গে অ্যাশেজের ভোকালিস্ট জুনায়েদ ইভান বলেন, কিংবদন্তির কখনো মৃত্যু হয় না। প্রজন্ম থেকে প্রজন্ম তিনি গানের মাধ্যমে সবার অন্তরে বেঁচে থাকবেন।  

‘বেঁচে থাকার দীপ্তশিখা নিভে গেলে পুনরায় আগুন জ্বালাবার জন্য নিজের ভেতর যে জেদটুকু থাকা জরুরি তা এই গানের উপজীব্য বিষয়। আশা করছি গানটি আমাদের ভক্ত ও শ্রোতাদের ভালো লাগবে’, যোগ করেন তিনি।  

অ্যাশেজের যাত্রা শুরু হয় ২০০৯ সালে। ব্যান্ডটির প্রকাশিত প্রথম অ্যালবাম ‘ছারপোকা’।

***‘উড়ে যাওয়া পাখির চোখ’

বাংলাদেশ সময়: ২১৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।