ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

কুমার বিশ্বজিৎ’র মাতৃবিয়োগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
কুমার বিশ্বজিৎ’র মাতৃবিয়োগ

প্রখ্যাত সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ’র মা শোভা রাণী দে (৮৩) আর নেই। বুধবার দিনগত রাত সাড়ে ৩টায় রাজধানীর উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

কুমার বিশ্বজিৎ’র ঘনিষ্ঠ সংগীতশিল্পী কিশোর দাস বাংলানিউজকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

কিশোর বলেন, তিনি (শোভা রাণী দে) অনেকদিন ধরে অসুস্থ ছিলেন।

গত এক মাস হাসপাতালে তার চিকিৎসা চলছিল। বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন তিনি। বৃহস্পতিবার ভোরে আমাদের সবাইকে ছেড়ে পৃথিবী থেকে বিদায় নিলেন।  

বিকেলে রাজধানীর পোস্তগোলা শ্মশানে শোভা রাণী দে’র শেষকৃত্য অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।  

শোকাহত কুমার বিশ্বজিৎ জানান, গত নভেম্বরে তার মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শারীরিক অবস্থা খারাপ হলে তাকে লাইফ সাপোর্টও দেওয়া হয়। গুণী এই শিল্পী তার মায়ের জন্য সবার কাছে আশীর্বাদ কামনা করেছেন, যেন তিনি স্বর্গবাসী হন।  

এর আগে ১৯৯৪ সালে কুমার বিশ্বজিৎ তার বাবা সাধন রঞ্জন দে’কে হারান।  

২০১৮ সালে শোভা রাণী দে ইউনিভার্সাল হাসপাতাল কর্তৃক ‘গরবিনী মা’ সম্মাননা পেয়েছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন।

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।