ভাইয়ের সুরে ভাইয়ের কণ্ঠের সেই গান এখনো ফেরে শ্রোতাদের মুখে মুখে। তারই ধারাবাহিকতায় গানটি এবার একসঙ্গে গেয়েছেন অভিনেত্রী রুমানা রশিদ ঈশিতা ও তার পঞ্চম শ্রেণী পড়ুয়া ছেলে যাভীর দৌলা।
হ্যাঁ, সম্প্রতি মেহেদী লং- এর নতুন সংগীতায়োজনে মা-ছেলে গেয়েছেন ‘আবার এলো সন্ধ্যা’। গানটি মা-ছেলে দুজনেরই ভীষণ পছন্দের এবং একসঙ্গে গাওয়া এটিই তাদের প্রথম গান।
এরই মধ্যে গানটির গল্পনির্ভর ভিডিও নির্মিত হয়েছে। এটি নির্মাণ করেছেন মঞ্জু আহমেদ। গাওয়ার পাশাপাশি ভিডিওতেও রয়েছে মা-ছেলের উপস্থিতিও।
এই গান প্রসঙ্গে ঈশিতা বলেন, ‘যাভীর চার বছর রয়স থেকেই গান লিখছে। ওর ইচ্ছে ছিল আমার সঙ্গে গান গাওয়ার। ‘আবার এলো যে সন্ধ্যা’ আমাদের দুজনের পছন্দের গান। তাই মা-ছেলে মিলে গানটি করলাম। কেমন গাইলাম, গান প্রকাশের পর শ্রোতারাই ভালো বলবেন। ’
জানা গেছে, নতুন বছরের শুরুর দিকে জি-সিরিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ পাবে গান-ভিডিও ‘আবার এলো যে সন্ধ্যা’।
এদিকে গত বছর ‘তোমার জানালায়’ শিরোনামের গান দিয়ে প্রায় ১৬ বছর পর গানে ফেরেন ঈশিতা। সোহেল আরমানের কথায় গানটি সুর-সংগীতায়োজন করেন ইবরার টিপু।
বাংলাদেশ সময়: ২০৪০১ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
ওএফবি