ক্যাপশনে লেখেন, ‘শ্বশুরবাড়ির প্রথম অফিশিয়াল ভূরিভোজ। ঝিরিঝিরি আলুভাজা, লইট্যা শুঁটকি, ডাল, কড়াইশুঁটি দিয়ে পাবদা মাছ, মুরগির ঝোল আর বাঁধাকপি দিয়ে গোরুর গোশত।
কিন্তু তার গরুর মাংস খাওয়া ভালো চোখে দেখেনি কেউ কেউ। সৃজিতের টুইট পোস্টে একজনের মন্তব্য এমন- ‘হিন্দু নামে কলঙ্ক আপনি। আপনাকে খুব সম্মান করতাম কিন্তু এই পোস্টটার পর থেকে আপনাকে এখন খুব ঘৃণা করি। আপনি হিন্দুধর্ম ত্যাগ করুন। আমি হলে তাই করতাম। ’
সৃজিত ওই মন্তব্যের জবাব দিয়েছেন এভাবে- ‘হিন্দুধর্ম নিয়ে কথা আপনার মতো অশিক্ষিতের মুখে বেমানান। ঋগ্বেদ, মনুস্মৃতি ও গৃহসূত্রের কিছু শ্লোক দেব খাওয়া-দাওয়া নিয়ে, রোজ সকালে কান ধরে ছাদে দাঁড়িয়ে মুখস্থ করবেন। ভদ্রভাবে বোঝালাম। নয়ত মনে রাখবেন, বাইশে শ্রাবণের সংলাপ কিন্তু আমারই লেখা। ’
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
ওএফবি