শুক্রবার (২০ ডিসেম্বর) পশ্চিবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘সাঁঝরাতি’। এর আগে দেব অভিনীত অধিকাংশ সিনেমায় তার বিপরীতে ছিলেন রুক্মিনী মৈত্র।
এর কারণ প্রসঙ্গে দেব বলেন, ‘জুটি বিষয়টা আসলে আমার পছন্দ না। নির্দিষ্ট জুটির ভাবনায় অভিনয় মানে, একজন অভিনেতার এক জায়গায় আটকে থাকা। একসময় শুভশ্রীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছি। কোয়েলের সঙ্গে দীর্ঘদিন কাজ করেছি। রুক্মিনীর সঙ্গেও কাজ করেছি। এবার পাওলি। এরপর পাওলি ছাড়া অন্য কারো সঙ্গে কাজ করবো না- এমন তো ভাবা যাবে না। ’
পাওলির প্রশংসায় তিনি আরও বলেন, ‘সিনেমাটিতে অভিনয় করে পাওলিকে ভালোভাবে চিনলাম। চিত্রনাট্য থেকে একটা লাইন বাদ গেলেও পাওলি ঝগড়া করবে। সেই লাইনটা এমনভাবে বলবে, পরে পরিচালকেরা বুঝতে পারেন এই লাইনটা বাদ গেলে সিনেমার জন্য কী খারাপটা’ই না হতো! তার অভিনয়ের ক্ষুধাকে আমি শ্রদ্ধা করি। ’
সিনেমাটিতে চাঁদু ও ফুলি নামে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দেব-পাওলি। দেবের প্রশংসা করে পাওলি বলেন, ‘সর্বোচ্চটা দিয়ে এই সিনেমায় কাজ করেছে দেব। দেবের অনেক কাজ দেখেছি। আগের দেব আর এখনকার দেবের অনেক প্রার্থক্য। মানে, দেব এখন অনেক পরিণত একজন অভিনেতা। ’
বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৯
ওএফবি