ঢাকা, রবিবার, ১২ মাঘ ১৪৩১, ২৬ জানুয়ারি ২০২৫, ২৫ রজব ১৪৪৬

বিনোদন

দ্বিতীয় বিয়ে করলেন লাক্স তারকা চৈতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০০ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
দ্বিতীয় বিয়ে করলেন লাক্স তারকা চৈতি

আবারো বিয়ের পিঁড়িতে বসলেন মডেল-অভিনেত্রী ও ২০০৮ সালের ‘লাক্স সুপারস্টার’ ইশরাত জাহান চৈতি। চলতি বছর ৮ অক্টোবর একটি বেসরকারি বিমান সংস্থার পাইলট মাহমুদ আরাফাতের সঙ্গে ঘর বাঁধেন তিনি। 

বিয়ের প্রায় আড়াই মাস পর সোমবার (২৩ ডিসেম্বর) খবরটি প্রকাশ করেছেন চৈতি।  

বিয়ে প্রসঙ্গে ইশরাত জাহান চৈতি বাংলানিউজকে বলেন,  নির্বাচন কমিশনের একটি বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে আরাফাতের সঙ্গে আমার পরিচয়।

সেখান থেকে তার সঙ্গে বন্ধুত্ব তৈরি হয়। এরপর দু’জন একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিই। পারিবারিকভাবেই আমদের বিয়ে সম্পন্ন হয়েছে।

‘এখন আমি আমার শ্বশুর বাড়িতেই আছি। নতুন সংসার গোছাচ্ছি। সুযোগ বুঝে টুকটাক কাজও করছি। কাজে কোনো রকম সমস্যা হচ্ছে না। স্বামীর পুরো সমর্থন পাচ্ছি। কয়েকদিন আগেই একটি এক ঘণ্টার নাটকে কাজ করলাম। সবার কাছে আমাদের জন্য দোয়া চাইছি’, যোগ করেন তিনি।  

এর আগে ২০১৫ সালে ব্যবসায়ী ও রাজনীতিবিদ শাওন রয় যুবরাজকে বিয়ে করেছিলেন চৈতি। কিন্তু তাদের সংসার বেশিদিন টেকেনি। তিন বছর পর ২০১৮ সালের নভেম্বরে  চৈতি-শাওনের দাম্পত্য জীবনের ইতি ঘটে।  

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৯
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।