ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘কাশ্মীরি প্রেমিকা’ ফারিয়া, প্রেমিক মনোজ!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৮ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২০
‘কাশ্মীরি প্রেমিকা’ ফারিয়া, প্রেমিক মনোজ!

আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নির্মিত হয়েছে খণ্ড নাটক ‘কাশ্মীরি প্রেমিকা’। মাহতাব হোসেনের গল্পে এটি পরিচালনা করেছেন কাজী সাইফ আহমেদ। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা মনোজ কুমার প্রামাণিক ও অভিনেত্রী ফারিয়া শাহরিন।

গত শুক্রবার (৩ জানুয়ারি) উত্তরায় নাটকটির শুটিং শুরু হয়ে রোববার (৫ জানুয়ারি) সম্পন্ন হয়েছে।  

নির্মাতা কাজী সাইফ আহমেদ বাংলানিউজকে বলেন, ব্যতিক্রমী প্রেমের গল্প ‘কাশ্মীরি প্রেমিকা’।

ফারিয়াকে নিয়ে এর আগেও আমি কাজ করেছি। তাকে দেখতে একেবারেই কাশ্মীরি মনে হয়। তাই মাহতাব হোসেনের লেখা গল্পটিতেও তাকে নিয়ে কাজ করলাম। আশা করছি পর্দায় মনোজ-ফারিয়ার অভিনয় দর্শকদের জন্য উপভোগ্য হবে।  

ফারিয়া শাহরিন বলেন, অনেকদিন পরে অভিনয়ে করছি। কাশ্মীরি প্রেমিকার মতো একটু ট্রেন্ডি অথচ বৈচিত্র্য রয়েছে এমন কিছু গল্পে টানা কাজ করবো।  

নাটকটিতে মনোজ-ফারিয়া ছাড়াও অভিনয় করেছেন- কবির আহমেদ, নিশা চৌধুরী, নিপা খান প্রমুখ। ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে উপলক্ষে বেসরকারি চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে জানান নির্মাতা।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৬, ২০২০
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।