ঢাকা, শনিবার, ২০ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

বিনোদন

ফের ঢাকায় গাইবেন অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
ফের ঢাকায় গাইবেন অঞ্জন দত্ত অঞ্জন দত্ত

আবারও ঢাকার মঞ্চে গাইতেন আসছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংগীতশিল্পী-নির্মাতা অঞ্জন দত্ত।

আগামী ২৪ জানুয়ারি রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে গান পরিবেশন করবেন অঞ্জন দত্ত।

মুজিববর্ষ ও ৩১তম বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশনের সদস্যদের চাকরিতে প্রবেশের সাত বছর পূর্তি উপলক্ষে এই আয়োজন করা হয়েছে। এ বিষয়টি আয়োজক সংগঠন বিসিএস ক্যাডার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে।

গত বছরের জুলাইয়ে সবশেষ ঢাকায় এসেছিলেন অঞ্জন দত্ত। ৯ জুলাই তার নির্দেশিত ‘সেলসম্যানের সংসার’ নাটকটি ঢাকার মঞ্চে মঞ্চস্থ হয়েছিল।

মূলত গানের মানুষ অঞ্জন দত্ত। তাই গান নিয়ে সিনেমাও নির্মাণ করেছেন তিনি। গানের পাশাপাশি সিনেমা নির্মাণ করেও খ্যাতি কুড়িয়েছেন।

১৯৯৮ সালে ‘বড়দিন’ সিনেমা পরিচালনার মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটে অঞ্জন দত্তের। সেই ধারাবাহিকতায় আরও ২১টি সিনেমা নির্মাণ করেন তিনি। ২০১১ সালে তার নির্মিত ‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমাটি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করে।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
ওএফবি   

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।