ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ছপাক’ সিনেমায় দীপিকার অভিনয় দেখে বিস্মিত রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
‘ছপাক’ সিনেমায় দীপিকার অভিনয় দেখে বিস্মিত রণবীর

নতুন বছরে প্রথম সিনেমা মুক্তি পেল বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। মেঘনা গুলজার পরিচালিত সিনেমাটি শুক্রবার (১০ জানুয়ারি) ভারতজুড়ে মুক্তি পেয়েছে।

মুক্তির আগে সিনেমাটির বিশেষ প্রদর্শনীতে অংশ নেন দীপিকার স্বামী অভিনেতা রণবীর সিং। সিনেমাটি দেখার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন ‘পদ্মাবত’খ্যাত এই তারকা।

‘ছপাক’-এ দীপিকার অভিনয় দেখে তিনি বিস্মিত বলেও জানিয়েছেন।  

রণবীরের ভাষ্যে, দীপিকাকে নিয়ে কখনও বেশি গর্বিত হইনি। তবে সে এই সিনেমাটির প্রাণ।

ইন্সটাগ্রামে দীপিকাকে উদ্দেশ্য করে রণবীর সিং লেখেন,  এই বিশেষ কাজটি করতে তুমি যে নিরলস পরিশ্রম করেছ, এর সাক্ষী আমি। এই প্রজেক্টের পেছনে তুমি ইঞ্জিনের মতো কাজ করেছ এবং তুমি সিনেমাটির প্রাণ। সততার সঙ্গে পরিশ্রম করেছ। নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে নিখুঁতভাবে কাজ করেছ এবং লড়াই করেছ।  

‘নানা ভয়ের মুখোমুখি হয়ে একজন নির্মাতা হিসাবে তুমি এবং তোমার দল আজ বিজয়ী। আমি যতটুকু ভেবেছিলাম তুমি এর চেয়েও বেশি ভালো অভিনয় করেছ। সিনেমায় তোমার নৈপুণ্য দেখে আমি সত্যি বিস্মিত। ’

এসিড সন্ত্রাসের শিকার লক্ষ্মী আগারওয়ালের চরিত্রে ‘ছপাক’ সিনেমায় অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি প্রযোজনাও করেছেন তিনি। ‘ছপাক’র সঙ্গে একই দিনে মুক্তি পেল অজয় দেবগণের ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।