ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

বিনোদন

নতুন বিজ্ঞাপনে প্রেম-অথৈ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৬, জানুয়ারি ১৯, ২০২০
নতুন বিজ্ঞাপনে প্রেম-অথৈ বিজ্ঞাপনে প্রেম-অথৈ

জমকালো আয়োজনে সাজানো রাজধানী মগবাজারের কমিউনিটি সেন্টার। কিছুক্ষণ বাদে সাজানো গাড়িতে বর বেশে এলো প্রেম। ফিতা কেটে প্রবেশ করল কমিউনিটি সেন্টারে।  এরপর গিয়ে বসলেন নির্দিষ্ট আসনে।

এদিকে কনে সেজে স্টেজে বসে আছেন সামিয়া অথৈ। শতেক মেহমানের উপস্থিতিতে বিয়ে সম্পন্ন হলো।

 এবার পেটপূজার পালা। বরের টেবিলে আস্ত একটা খাসির রোস্ট। হঠাৎ বরের বাবা ঝুনা চৌধুরী উঠে জানতে চাইলেন- কে রান্না করেছে? এমন প্রশ্নে হতবাক কনে পক্ষ। পাঠক, এই প্রশ্নের উত্তর জানতে দেখতে হবে পুষ্টি তেলের বিজ্ঞাপন।  

এমনই গল্পে সাজানো হয়েছে তেলের বিজ্ঞাপনটি। আশুতোষ সুজনের পরিচালনায় এটি অনলাইনে প্রচার করা হবে বলে জানা যায়।

বিজ্ঞাপনে প্রেম-অথৈএ প্রসঙ্গে প্রেম বলেন, আশুতোষ সুজন কখনও কোনো আয়োজনে কমতি রাখেন না। এবারও তা ব্যতিক্রম হয়নি। একদম বিয়ে বাড়িতে যা হয়, এখানেও তাই দেখানো হয়েছে। কাজটি সুন্দর হয়েছে।  আশা করছি সবার ভালো লাগবে।

সহযাত্রী, ঘোমটা, ইয়েস ম্যাডাম নো স্যার, জলছবি, জিরো পয়েন্ট, অহংকারসহ বেশকিছু ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন প্রেম। এছাড়া অসংখ্য খণ্ডনাটকে দেখা গেছে তাকে।  সামিয়া অথৈ ২০১৮ সালে লাক্স সুপারস্টার প্রতিযোগিতার দ্বিতীয় রানার-আপ।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।