ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

অভিনেত্রী ইশরাত নিশাত আর নেই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
অভিনেত্রী ইশরাত নিশাত আর নেই

মঞ্চের অভিনেত্রী ও নির্দেশক ইশরাত নিশাত আর নেই (৫৬)। রোববার (১৯ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় রাজধানীর গুলশানে বোনের বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ইশরাতের মৃত্যুতে নাট্যাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে শোক প্রকাশ করেছেন।

 

নাট্যনির্মাতা এস এ হক অলিক ফেসবুকে লেখেন, নিশাত আপা গুলশানে তার বোনের বাসায় মারা গেছেন। রাত ১১টার দিকে তিনি হার্ট অ্যাটাকে বাথরুমে পড়ে যান। দরজা ভেঙে হাসপাতালে নেওয়া হয়। কিন্তু তার আগেই মারা যান তিনি।

জানা যায়, সোমবার (২০ জানুয়ারি) দুপুর ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত রাজধানীর সেগুনবাগিচার জাতীয় নাট্যশালার সামনে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য নিশাতের মরদেহ রাখা হবে। জানাজা অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে। এরপর তাকে বনানী গোরস্থানে দাফন করা হবে।

ইশরাত নিশাত প্রয়াত অভিনেত্রী নাজমা আনোয়ারের মেয়ে। তিনি ‘দেশ নাটক’ থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন।  অভিনয় ও নির্দেশনা ছাড়াও আবৃত্তিশিল্পী হিসেবে তিনি নন্দিত। তার নির্দেশনায় মঞ্চ নাটক ‘অরক্ষিতা’ প্রশংসিত। অসংখ্য নাটক ও আবৃত্তি প্রযোজনা ও মঞ্চে আলোক নির্দেশকের কাজ করে সংস্কৃতি অঙ্গনে তিনি নিজেকে করে তুলেছেন অনন্য। পাশাপাশি প্রগতিশীল সাংস্কৃতিক আন্দোলনে তিনি সোচ্চার ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।

বাংলাদেশ সময়: ১০০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।