ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

বিনোদন

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আসছে ‘আভাস’র নতুন গান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আসছে ‘আভাস’র নতুন গান ব্যান্ডদল আভাস

শিরোনামহীন ছাড়ার পর ‘আভাস’ নামের ব্যান্ড গড়েন তানযীর তুহিন। এরই মধ্যে প্রকাশ পেয়েছে ব্যান্ডটির দুটি গান। ২০১৮ সালের আগস্টে প্রকাশ পায় তাদের প্রথম গান ‘মানুষ- ১’। এরপর গত বছরের ২৭ জানুয়ারি প্রকাশ পায় ব্যান্ডটির স্বনামের দ্বিতীয় গান।

এবার আভাস নিয়ে আসছে তাদের তৃতীয় গান ‘বাস্তব’। এরই মধ্যে গানের কাজ সম্পন্ন হয়েছে।

তুহিনের কথায় গানটির সুর-সংগীতায়োজনে আভাস।

নতুন এ গান প্রসঙ্গে তানযীর তুহিন বাংলানিউজকে বলেন, আমাদের দ্বিতীয় গান ‘আভাস’র লিরিক আর সুর শুনেই অনেকে ইতিবাচক মন্তব্য করেছিলেন। এবারও তাই হচ্ছে। আশা করছি, ভালো কিছুই হবে। যারা পাশে ছিলেন, সবসময় থাকবেন সেই প্রত্যাশাই রাখি।

ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আভাস’র অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গান-ভিডিও ‘বাস্তব’ প্রকাশ পাবে বলে তানযীর তুহিন জানিয়েছেন।

‘আভাস’ দিয়ে গত বছর ব্যান্ডদল ‘আভাস’ ছিল দারুণ আলোচনায়। গানটি শ্রোতামহলে দারুণ সাড়া ফেলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই গানটি শেয়ার করে তানযীর তুহিনসহ আভাসকে শুভেচ্ছা জানান। গানটির মাধ্যমে দেশব্যাপী ব্যাপক পরিচিতি ও শক্ত অবস্থান করেছে ব্যান্ডদল আভাস।

আভাস ব্যান্ডের লাইনআপ- তুহিন (ভোকাল), সুমন (লিড গিটার), রাজু (বেস গিটার), রিংকু (ড্রামস), শাওন (কি-বোর্ডস)।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০

ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।