ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

মহাকবির জন্মদিনে প্রাঙ্গণেমোর’র ‘মাইকেল মধুসূদন’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
মহাকবির জন্মদিনে প্রাঙ্গণেমোর’র ‘মাইকেল মধুসূদন’ মহাকবির জন্মদিনে প্রাঙ্গণেমোর’র ‘মাইকেল মধুসূদন’

মহাকবি ও নাট্যকার মাইকেল মধুসূদন দত্তের জন্মদিনে নাট্যদল প্রাঙ্গণেমোর মঞ্চে আনছে নাটক ‘মাইকেল মধুসূদন’।

শনিবার (২৫ জানুয়ারি) সনেট ও অমিতাক্ষর ছন্দের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্তের ১৯৬তম জন্মদিন। এদিন সন্ধ্যা ৭টায় তার স্মরণে মহিলা সমিতির মঞ্চে প্রদর্শিত হচ্ছে প্রাঙ্গণেমোর’র ১২তম প্রযোজনা ‘মাইকেল মধুসূদন’।

এবার হচ্ছে নাটকটির ১৪তম প্রদর্শনী। অপূর্ব কুমারের রচনায় নাটকটির নির্দেশনায় এবং মাইকেল চরিত্রে অভিনয় করছেন অনন্ত হিরা।  

এর আগে নাটকটি ‘দাঁড়াও...জন্ম যদি তব বঙ্গে’ নামে মঞ্চস্থ হয়। গত বছরের ২৯ জনু মহাকবির ১৪৬তম প্রয়াণ দিবসে ‘মাইকেল মধুসূদন’ নামে নাটকটি প্রদর্শিত হয়। এরপর থেকে এ নামে নাটকটি প্রদর্শনীর জন্য চূড়ান্ত করে নাট্যদল প্রাঙ্গণেমোর।

মহাকবির জন্মদিনে প্রাঙ্গণেমোর’র ‘মাইকেল মধুসূদন’নাটকের নাম পরিবর্তনের বিষয়ে অনন্ত হিরা বলেন, ‘দাঁড়াও…জন্ম যদি তব বঙ্গে’ নামটি কঠিন মনে হলো। এ নামটি দর্শক সহজে নিতে পারছেন না। কিন্তু ‘মাইকেল মধুসূদন’ সহজে নিতে পারেন। এজন্যই মূলত নামটি পরিবর্তন করা।

নাটকটির মঞ্চ ও পোশাক পরিকল্পনায় নূনা আফরোজ। সংগীত পরিকল্পনায় রামিজ রাজু এবং আলোক পরিকল্পনায় আহমেদ সুজন।

২০১৭ সালের ২৬ জানুয়ারি ঢাকার মঞ্চে উদ্বোধন হয় নাটক ‘দাঁড়াও...জন্ম যদি তব বঙ্গে (মাইকেল মধুসূদন)’র।  

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।