ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

বোন হারালেন শাহরুখ খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
বোন হারালেন শাহরুখ খান

বলিউডের সুপারস্টার শাহরুখ খানের বোন নূর জাহান মারা গেছেন। নূর জাহান পাকিস্তানের পেশোয়ারে থাকতেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর তিনি ৫২ বছর বয়সে মারা গেলেন।

নূর জাহান ছিলেন শাহরুখ খানের আপন চাচাত বোন। মঙ্গলবার (২৮ জানুয়ারি) তার ছোট ভাই মনসুর আহমেদ বোনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

নূর জাহানের স্বামী আসিফ বুরহান জানিয়েছেন, নূর জাহান মুখের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। প্রায়ই শাহরুখ টেলিফোনে বোনের খোঁজখবর নিতেন বলে জানিয়েছেন আসিফ।

বোন নূর জাহান ও তার স্বামী আসিফ বুরহানের সঙ্গে শাহরুখ খান

১৯৯৭ ও ২০১১ সালে শাহরুখের সঙ্গে দেখা করতে ভারতে এসেছিলেন নূরজাহান। শাহরুখও ছোটবেলায় বাবা-মার সঙ্গে পাকিস্তানে যেতেন। সেখানে তাদের অনেক আত্মীয় স্বজন আছে। নূরজাহান ও শাহরুখের বাবা সহোদর ভাই ছিলেন।

পাকিস্তানের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন নূর জাহান। তিনি জেলা ও শহরের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৮ সালে সাধারণ নির্বাচনে প্রার্থিতা ঘোষণা করেও পরে তা প্রত্যাহার করে নেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।