এ বছর দশ বছরে পা দিবে তার নিজ হাতে গড়া এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশের জেমস, ফুয়াদ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এন্ড্র কিশোর, হৃদয় খান থেকে শুরু করে সকলে তার এই কোম্পানির সাউন্ড ব্যবহার করে বিদেশে শো করেছে।
ঢাকায় জন্ম নেওয়া সায়েম বলেন, আমি ১৯৮৯ সাল থেকে আমেরিকায়। আমার ৫ ভাই-বোন মা-বাবা সকলে আমরা আমেরিকাতেই থাকি। আমার প্রতিষ্ঠান সাউন্ড গিয়ার শুধু বাংলাদেশের গায়ক-গায়িকার ইভেন্ট না আমেরিকা, ভারত, ল্যাটিন আমেরিকা, থাই, নেপালিসহ অনেক দেশের সাউন্ড, লাইট ইভেন্ট ম্যনেজমেন্ট করে বড় বড় শো করেছি আমরা।
তিনি আরও বলেন, আমার টিমে ১২ জন সদস্য। এসব শোতে লাইট, সাউন্ড ডিজাইনসহ অনেক কাজ করে থাকে সাউন্ড গিয়ার। ভবিষ্যতে বাংলাদেশেও এর শাখা খোলার পরিকল্পনা রয়েছে।
নিউইয়র্কের প্রতিষ্ঠান সাউন্ড গিয়ারের সঙ্গে যে কেউ যোগাযোগ করতে পারবেন বলেও জানান সায়েম। যোগাযোগের ঠিকানা [email protected]।
বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
ওএফবি