ঢাকা, মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

বিনোদন

সাউন্ড গিয়ার দিয়ে নিউইয়র্কে প্রশংসিত সায়েম 

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৬, জানুয়ারি ৩০, ২০২০
সাউন্ড গিয়ার দিয়ে নিউইয়র্কে প্রশংসিত সায়েম  সাউন্ড গিয়ার দিয়ে নিউইয়র্কে প্রশংসিত সায়েম 

পুরো নাম শেখ সাইয়েম উল্লাহ হলেও নিউইয়র্কে সকলে তাকে সায়েম নামেই ডাকে। ২০১০ সালের সেপ্টেম্বর মাসে সাউন্ড গিয়ার নামে একটি ইভেন্ট ফার্ম প্রতিষ্ঠা করেন তিনি। 

এ বছর দশ বছরে পা দিবে তার নিজ হাতে গড়া এই প্রতিষ্ঠানটি। বাংলাদেশের জেমস, ফুয়াদ, রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন, এন্ড্র কিশোর, হৃদয় খান থেকে শুরু করে সকলে তার এই কোম্পানির সাউন্ড ব্যবহার করে বিদেশে শো করেছে।

নিউইয়র্কসহ আমেরিকার ১৫টি স্টেটে কাজ করে এরই মধ্যে জনপ্রিয়তা পেয়েছেন বাংলাদেশী এই মেধাবী যুবক। মাঝে দেশে আসেন তিনি। তখন কথা হয় তার সঙ্গে।  

ঢাকায় জন্ম নেওয়া সায়েম বলেন, আমি ১৯৮৯ সাল থেকে আমেরিকায়। আমার ৫ ভাই-বোন মা-বাবা সকলে আমরা আমেরিকাতেই থাকি। আমার প্রতিষ্ঠান সাউন্ড গিয়ার শুধু বাংলাদেশের গায়ক-গায়িকার ইভেন্ট না আমেরিকা, ভারত, ল্যাটিন আমেরিকা, থাই, নেপালিসহ অনেক দেশের সাউন্ড, লাইট ইভেন্ট ম্যনেজমেন্ট করে বড় বড় শো করেছি আমরা।  

তিনি আরও বলেন, আমার টিমে ১২ জন সদস্য। এসব শোতে লাইট, সাউন্ড ডিজাইনসহ অনেক কাজ করে থাকে সাউন্ড গিয়ার। ভবিষ্যতে বাংলাদেশেও এর শাখা খোলার পরিকল্পনা রয়েছে।  

নিউইয়র্কের  প্রতিষ্ঠান সাউন্ড গিয়ারের সঙ্গে যে কেউ যোগাযোগ করতে পারবেন বলেও জানান সায়েম। যোগাযোগের ঠিকানা [email protected]

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।