ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পারিবারিক সহিংসতার গল্পে তাপসী পান্নুর ‘থাপ্পড়’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
পারিবারিক সহিংসতার গল্পে তাপসী পান্নুর ‘থাপ্পড়’

তাপসী পান্নু তার প্রতিভার দ্যুতি ছড়িয়েই চলেছেন। ক্যারিয়ারে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। বলিউডে সাফল্যের ধারাবাহিকতায় এবার পারিবারিক সহিংসতা ও ভাঙাগড়ার সম্পর্কের নাটকীয় গল্পে তার নতুন সিনেমা ‘থাপ্পড়’র ট্রেলার মুক্তি পেল।

২০১৯ সালে তাপসী পান্নুর সিনেমা মুক্তি পেয়েছে চারটি। এর মধ্যে রয়েছে অক্ষয় কুমারের সঙ্গে সুপারহিট ‘মিশন মঙ্গল’, অমিতাভ বচ্চনের সঙ্গে ‘বদলা’, ‘গেম ওভার’ ও ‘ষাঁড় কি আঁখ’।

২০২০ সালে তার প্রথম সিনেমা ‘থাপ্পড়’।  

‘থাপ্পড়’র মূল চরিত্রে অভিনয় করেছেন তাপসী পান্নু। ৩০ জানুয়ারি মুক্তি পেল সিনেমাটির ট্রেলার। ট্রেলারে দেখা যায় স্বামী পাভেল গুলাতির সঙ্গে সুখী বিবাহিত জীবন কাটাচ্ছিলেন তাপসী। এক পার্টিতে সবার সামনে স্ত্রীকে থাপ্পড় মেরে বসেন তার স্বামী। এই থাপ্পড়েই সব উল্টেপাল্টে যায়। স্ত্রী তাপসী বিবাহবিচ্ছেদ চান। এরপর ঘটতে থাকে একের পর এক নাটকীয় ঘটনা।  

‘থাপ্পড়’ সিনেমায় মূলত নারীর প্রতি সমাজে যে অন্যায় করা হয় তা তুলে ধরা হয়েছে। স্বামীর কারণে একজন স্ত্রী কীভাবে পদে পদে পিছিয়ে পড়েন জীবনের অগ্রযাত্রা থেকে তা-ই দেখা যাবে সিনেমাটিতে।  

‘থাপ্পড়’ ট্রেলার দেখে দর্শক প্রশংসা করছেন তাপসী পান্নুর। তবে ‘কবির সিং’ সিনেমার মতো একটি থাপ্পড়কে কেন্দ্র করায় কাহিনীর পালাক্রম দেখে অনুকরণের অভিযোগ করেছেন অনেকেই। এজন্য পরিচালক অনুভব সিনহা ও টি-সিরিজকে নিয়ে মজাও করেন কেউ কেউ। তবে সিনেমাটি যে দর্শনীয় হবে এটা স্বীকার করছেন সকলেই।  

তাপসী পান্নু ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন পাভেল গুলাতি, কুমুদ মিশ্র, রত্না পাঠক শাহ, তানভি আজমি, রাম কাপুর, দিয়া মির্জা এবং আরও অনেকে।  

অনুভব সিনহা পরিচালিত ‘থাপ্পড়’ মুক্তি পাবে আগামী ২৮ ফেব্রুয়ারিতে।  

দেখুন ‘থাপ্পড়’ ট্রেলার: 

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।