শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছর পূর্তিতে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মঞ্চে পারফর্ম করেন, তারকা শাকিব খান, রিয়াজ, নায়িকা মৌসুমী ও পপি।
শুরুতেই মঞ্চে উপস্থাপনা করতে আসেন নায়ক রিয়াজ। এরপর মৌসুমী। তিনি মঞ্চে উঠেই ‘চারদিকে শুধু তুমি’ ও মৌসুমী শিরোনামের গানের সঙ্গে নাচেন।
এরপরেই মঞ্চে ওঠেন নায়িকা পপি। সহশিল্পীদের নিয়ে ‘আমার মন বলে তুমি আসবে’ শিরোনামের গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন তিনি।
শাকিব খান তার পরিবেশনা শেষে বলেন, এমন একটা অনুষ্ঠানে আসতে পেরে অনেক ভালো লাগছে। কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা।
এছাড়াও মঞ্চে পারফর্ম করেছেন নায়ক সায়মন ও নায়িকা তমা মির্জা।
জেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান চরফ্যাশন সরকারি কলেজের ৫০ বছর পূর্তিতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে সংসদের চিফ হুইপ নুর-ই আলম চৌধুরী ও সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন, কলেজের অধ্যক্ষ কয়ছার আহম্মেদ দুলাল।
বাংলাদেশ সময়: ০৭৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২০
এসএস/ এসআইএস