ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

বিনোদন

সুপার বোওলে শাকিরা-জেনিফার নাচে-গানে মাতালেন দর্শক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৩০, ফেব্রুয়ারি ৪, ২০২০
সুপার বোওলে শাকিরা-জেনিফার নাচে-গানে মাতালেন দর্শক

যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে সুপার বোওলের হাফটাইমে শাকিরা ও জেনিফার লোপেজের ড্যান্স পারফরম্যান্স জয় করেছে লাখো-কোটি দর্শকের মন। তাদের এই নাচ-গানের ভিডিও সামাজিক মাধ্যমেও ঝড় তুলেছে। বিশেষত শাকিরার বেলি ড্যান্স দর্শকদের মুগ্ধ করেছে।

সুপার বোওলে হাফটাইমে শাকিরা ৬৫ হাজার দর্শকের সামনে ‘শি উল্ফ’, ‘হোয়েনেভার হোয়্যারেভার’, ‘আই লাইক ইট’ গানে নয়নাভিরাম পারফরম্যান্স করেন। ২০১০’র ফুটবল বিশ্বকাপের জন্য গাওয়া তুমুল জনপ্রিয় ‘ওয়াকা ওয়াকা’ গানেও পারফর্ম করে দর্শক মাতান তিনি।

শাকিরার বেলি ড্যান্স মুগ্ধ করে সবাইকে

শাকিরার ড্যান্স দর্শকদের নজর কেড়েছে। সুপার বোওলের হাফটাইমে শাকিরার বেলি ড্যান্স দর্শকদের মুগ্ধ করেছে।  

পারফর্ম করছেন জেনিফার লোপেজ ও শাকিরা

শাকিরা ও জেনিফার লোপেজ গানের সঙ্গে সঙ্গে তাদের নাচের জন্যও জনপ্রিয়।

পারফর্ম করছেন জেনিফার লোপেজ

শাকিরা ও জেনিফারের পারফরম্যান্সের প্রশংসা করেছেন লেডি গাগা। লেডি গাগা টুইট করে শাকিরা ও জেনিফারের পারফরম্যান্সকে ‘অবিশ্বাস্য’ বলে অভিহিত করেছেন।  

লেডি গাগা বলেন, তিনি এই পারফরম্যান্স দারুণ উপভোগ করেছেন। এর সঙ্গে তার অনুভূতি জড়িয়ে আছে। কারণ, ২০১৭-তে সুপার বোওলের হাফটাইমে পারফর্ম করেছিলেন লেডি গাগা।

দেখুন শাকিরা ও জেনিফার লোপেজের অনবদ্য পরিবেশনা:

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।