ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

তৌকিরের প্রথম কবিতার বই, প্রচ্ছদ বিপাশার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২০
তৌকিরের প্রথম কবিতার বই, প্রচ্ছদ বিপাশার তৌকির-বিপাশা

অমর একুশে গ্রন্থমেলায় এবার কবিতার বই নিয়ে হাজির হচ্ছেন তৌকির আহমেদ। এটিই তার প্রথম কবিতার বই এবং এর মাধ্যমে ভক্ত-অনুরাগীরা তাকে কবি হিসেবে পাচ্ছেন।

বইটির নাম ঠিক করা হয়েছে ‘একগুচ্ছ কবিতা’। এর প্রচ্ছদ করেছেন তৌকিরের স্ত্রী অভিনেত্রী-নির্মাতা-চিত্রশিল্পী বিপাশা হায়াত।

প্রথম কবিতার বই প্রসঙ্গে তৌকির আহমেদ বাংলানিউজকে বলেন, বইটিতে কয়টি কবিতা আছে, কবিতাগুলোতে কোন বিষয়গুলোকে বেশি প্রাধান্য দিয়েছি- এ বিষয় নিয়ে আমি আপাতত বলতে চাচ্ছি না। আমি চাই পাঠকরা বইটি পড়েই সব জানুক। সপ্তাহ খানেকের মধ্যেই মেলাতে পাওয়া যাবে বইটি। এটি প্রকাশ করছে অনন্যা প্রকাশনী।  

এর আগে ২০১২ সালে প্রকাশিত হয় তৌকীর আহমেদের বই ‘প্রতিসরণ’। এটি মঞ্চে ২০০তম প্রদর্শনীর পর বই আকারে প্রকাশিত হয়। এছাড়া ২০১৩ সালে প্রকাশিত হয় ‘ইচ্ছেমৃত্যু’ এবং ২০১৫ সালে সবশেষ বের হয় ‘অজ্ঞাতনামা’। এটি থেকে পরবর্তী সময়ে সিনেমা নির্মাণ করা হয়, যা দেশ-বিদেশে ব্যাপক প্রশংসিত হয়।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।