ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

বিনোদন

বড় পর্দায় ‘তিতুমীর’ হচ্ছেন নিরব

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫৬, ফেব্রুয়ারি ৫, ২০২০
বড় পর্দায় ‘তিতুমীর’ হচ্ছেন নিরব

ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম বাঙালি বিপ্লবী ছিলেন শহীদ তিতুমীর। তার বিপ্লবী হয়ে ওঠের গল্প নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন পরিচালক ডায়েল রহমান। এ সিনেমায় ‘তিতুমীর’র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে চিত্রনায়ক নিরব হোসেনকে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) নিরব নিজের নতুন সিনেমার খবর জানিয়েছেন। গত ২ ফেব্রুয়ারি সিনেমাটিতে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন।

নিরব বাংলানিউজকে বলেন, সিনেমাটির সঙ্গে যুক্ত হতে পেরে আমি খুব আনন্দিত। চলতি বছরের এপ্রিল, জুন ও জুলাইতে এর শুটিং হবে। ঢাকা ও কলকাতা মিলিয়ে শুটিংয়ের পরিকল্পনা রয়েছে পরিচালকের। এটা আমার ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ একটি সিনেমা হতে যাচ্ছে।

‘তিতুমীর’ নিহত হন ১৮৩১ সালে। তৎকালীন প্রজাদের তিনি ইউরোপীয় নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিরোধ এবং ব্রিটিশ শাসন থেকে বাংলাকে মুক্ত করার লক্ষ্যে আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন।

নিরব জানান, তিনি ‘তিতুমীর’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেও এতে তার বিপরীতে নায়িকা কে থাকবেন তা এখনো চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।