ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

পহেলা ফাল্গুনে ‘এই যে বসন্ত’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
পহেলা ফাল্গুনে ‘এই যে বসন্ত’ অনিরুদ্ধ

ফাল্গুনের প্রথমদিন আসছে দেবলীনা সুর ও অনিরুদ্ধ’র বসন্তের গানচিত্র ‘এই যে বসন্ত’। কোহেলী ডাকিছে বনে/ভালোলাগা মনে মনে/চোখের চাহনিতে কী মন্ত্র/আহা এই যে বসন্ত/আহা এই যে বসন্ত- এমন কথার গানটি লিখেছেন গীতিকার সুমন সাহা। সুর করেছেন শিল্পী অনিরুদ্ধ আর সংগীতায়জনে সুমন কল্যাণ।

সংগীতশিল্পী দেবলীনা সুর এ গান সম্পর্কে বলেন, গানের কথা-সুর দুটোই বেশ সুন্দর। অনেকদিন অপেক্ষার পর এমন একটা গান গাইতে পেরে ভালো লাগছে।

নিজে গেয়েছি দেখে বলছি না, আমার ধারণা- এবারের বসন্তে এই গানটা হবে বসন্তের সেরা গান।

শিল্পী ও গানের সুরকার অনিরুদ্ধ গান সম্পর্কে বলেন, আমার এটাই প্রথম সুর করা গান, যা প্রকাশ্যে আসছে। নিজের লেখা গানে নিজে সুর করি, সেটা নিজের জন্যই। গীতিকবি সুমন সাহা দাদাকে অসংখ্য ধন্যবাদ, আমায় এমন একটি সুযোগ দেওয়ার জন্য। ভালো লাগার পাশাপাশি একটু ভয়ও পাচ্ছি প্রথম সুর করা গান বলে। আমি আমার মতো চেষ্টা করেছি। বাকিটা শ্রোতা-দর্শকদের মধ্যেই ছেড়ে দিতে চাই। পহেলা ফাল্গুনে গানওয়ালার ইউটিউবে গানচিত্রটি প্রকাশিত হবে। আশা করি সবাই গান শুনে মন্তব্য করবেন।

গীতিকবি সুমন সাহা বলেন, আমার লেখা এই প্রথম কোনো গান একেবারে নতুন একজন শিল্পী সুর করলো। দারুণ সুর হয়েছে। আমি নিশ্চিত শ্রোতারা গানটি একবার শুনলে বারবার শুনতে চাইবেন।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।