ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

স্বপ্নের ঠিকানায় সালমান শাহ’র ভাস্কর্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
স্বপ্নের ঠিকানায় সালমান শাহ’র ভাস্কর্য

বাংলা চলচ্চিত্রের ক্ষণজন্মা নায়ক সালমান শাহ। আকাশচুম্বী জনপ্রিয়তার মাঝে ২৩ বছর আগে পৃথিবী থেকে বিদায় নেন তিনি।

সালমান শাহ্‌র সবচেয়ে সুপারহিট সিনেমা ‘স্বপ্নের ঠিকানা’। এই সিনেমাটির নামে তার এক ভক্ত নির্মাণ করেছেন একটি রিসোর্ট।

যেখানে শোভা পাচ্ছে সালমানের একটি নান্দনিক ভাস্কর্য।  
ভার্স্কযের পাশে দাঁড়িয়ে আছেন অতিথিরা

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের উলুখোলায় বীরতুল উত্তরপাড়ায় সালমানের ভাস্কর্যের উন্মোচন করা হয়। সেসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমানের প্রথম সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত'র পরিচালক সোহানুর রহমান সোহান, 'সুজন সখী'র পরিচালক শাহ আলম কিরণ, 'স্বপ্নের ঠিকানা'র সহকারী পরিচালক শিল্পী চক্রবর্তী, পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজারসহ অনেকে।

রিসোর্টটি নির্মাণ করেছেন সালমান শাহ্‌র ভক্ত মো. রাশেদুল ইসলাম (রাশেদ খান)।  

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
জেআইএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।