ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

বিনোদন

আসছে ‘আলাদিন’র সিকুয়েল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৬, ফেব্রুয়ারি ১৪, ২০২০
আসছে ‘আলাদিন’র সিকুয়েল

দ্য ওয়াল্ট ডিজনি কোম্পানি গত বছর হাজির হয় আরব্য উপাখ্যানের জনপ্রিয় চরিত্র ‘আলাদিন’ নিয়ে। গাই রিচি পরিচালিত সিনেমাটিতে আলাদিন ও জেসমিন চরিত্রে অভিনয় করেন মিনা মাসুদ ও নাওমি স্কট। এছাড়া চেরাগের জিন রূপে ধরা দেন জনপ্রিয় অভিনেতা উইল স্মিথ। বক্স অফিসে সিনেমাটি বেশ ভালো ব্যবসা করে।

‘আলাদিন’র পর এবার আসছে এর সিকুয়েল। এরই মধ্যে অফিসিয়ালি দ্বিতীয় পর্বের কাজ শুরু করেছে প্রযোজনা প্রতিষ্ঠান ডিজনি।

 

সিকুয়েলের স্ক্রিপ্ট লিখছেন জন গাটিনস ও আন্দ্রে বেরলোফ। প্রথম পর্বের মতো এবারও পরিচালকের আসনে ‘শার্লক হোমস’খ্যাত ব্রিটিশ পরিচালক গাই রিচি। এছাড়া মিনা মাসুদ, নাওমি স্কট ও উইল স্মিথকেও যার যার চরিত্রে পুনরায় দেখা যাবে। তবে এর শুটিং কবে শুরু হচ্ছে তা এখনো জানানো হয়নি।  

আরবের এক হাজার এক রাতের গল্পের একটি গল্প ‘আলাদিন’। ১৯৯২ সালে এটি প্রথম পর্দায় আসে। তখন জিন ছিলেন রবিন উইলিয়ামস।  

গত বছর ২৪ মে ‘আলাদীন’ বিশ্বব্যাপী মুক্তি পায়। শুরুতে মোটামুটি ব্যবসা করলেও সিনেমাটির আয় একেবারেই বন্ধ হয়ে যায়নি। পরবর্তীতে আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি ১ বিলিয়ন মার্কিন ডলার আয় করে নেয়।

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।