ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

প্রয়াত দক্ষিণী অভিনেত্রী কিশোরী বল্লাল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৪, ফেব্রুয়ারি ১৯, ২০২০
প্রয়াত দক্ষিণী অভিনেত্রী কিশোরী বল্লাল কিশোরী বল্লাল

না ফেরার দেশে চলে গেলেন দক্ষিণী সিনেমার বর্ষীয়ান অভিনেত্রী কিশোরী বল্লাল। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বেঙ্গালুরুর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

তার মৃত্যুর বিষয়টি টুইটের মাধ্যমে নিশ্চিত করেছেন শাহরুখ খান অভিনীত ‘স্বদেশ’ সিনেমার নির্মাতা আশুতোষ গোয়াড়িকর।

বলিউডের নন্দিত এ পরিচালক টুইটে লেখেন, হৃদয় ভেঙে গেলো।

অত্যন্ত শোকাগ্রস্ত হয়ে জানাচ্ছি যে, কিশোরী বল্লাল আর নেই। কিশোরী’দি আপনি আমাদের মধ্যে বেঁচে থাকবেন- আপনার কর্ম, ব্যক্তিত্ব ও উন্নত মানসিকতার মাধ্যমে। আমরা আপনাকে মিস করবো।

‘স্বদেশ’ সিনেমার একটি দৃশ্যে শাহরুখ ও অন্যান্য অভিনয়শিল্পীদের সঙ্গে কিশোরী বল্লাল১৯৬০ সালে প্রথম অভিনয় জগতে পা রাখেন কিশোরী বল্লাল। এরপর প্রায় পাঁচ দশক ধরে ৭৫টিরও বেশি সিনেমায় অভিনয় করেন তিনি। শাহরুখ খানের সঙ্গে ‘স্বদেশ’ সিনেমায় অভিনয় করেন দক্ষিণী সিনেমার নন্দিত এই অভিনেত্রী। আশুতোষ গোয়াড়িকর পরিচালিত এ সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০০৪ সালে।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।