ঢাকা: জনপ্রিয় চিত্রনায়িকা দোয়েল আর নেই। বৃহস্পতিবার সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর ধানমন্ডিস্থ একটি ক্লিনিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
দীর্ঘ দিন ধরেই বিভিন্ন শারিরিক অসুস্থতায় ভুগছিলেন দোয়েল।
চিত্রনায়ক স্বামী সুব্রত ও একমাত্র মেয়ে দীঘিসহ অসংখ্য ভক্ত অনুরাগী ো শুভানুধ্যায়ী রেখে গেছেন তিনি।
দীঘি চলচ্চিত্রে এ সময়ের সবচেয়ে জনপ্রিয় শিশুশিল্পী।
আমাদের চলচ্চিত্রের একসময়ের মিষ্টি নায়িকা দোয়েল। শুভদা, রাজলক্ষ্মী-শ্রীকান্তসহ বহু ছবিতে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি।
গত নভেম্বরে হঠাৎ করেই স্ট্রোক হয় দোয়েলের। অচেতন অবস্থায় তাকে প্রথমে রাজধানীর স্কয়ার হাসপাতালে নেওয়া হয়। প্রায় দু সপ্তাহ অচেতন থাকার পর তাকে পিজি হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় তিন মাস পর দোয়েলের জ্ঞান ফিরে আসে। কিন্তু হয়ে পড়েন পুরোপুরি বাকরুদ্ধ এবং নিথর। পরে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। জ্ঞান ফিরে আসার পর থেকে দোয়েল শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতেন। চলাফেরা করতে অক্ষম হয়ে পড়েন। ডাক্তাররা জানিয়েছিলেন, তার সুস্থ জীবনে ফিরে আসার আর সম্ভাবনা নেই।
তাতে কী... মা যে চোখ খুলে তাকিয়েছেন তাতেই খুশি ছিলো ছোট্ট দীঘি। দোয়েলের চিকিৎসা তহবিল গঠনে সহায়তার জন্য গত ফেব্রুয়ারিতে শিল্পী সমিতির আয়োজনে রাজধানীর কলবাগান মাঠে অনুষ্ঠিত হয়েছিল একটি চ্যারিটি কনসার্ট।
সম্প্রতি আবারও গুরুতর অসুস্থ্ হয়ে পড়ায় তাকে দ্রুত ক্লিনিকে নেওয়া হয়। বৃহস্পতিবার সকালে পৃথিবীর সব মায়া কাটিয়ে তিনি পারি দেন পরপারে।
বাংলাদেশ সময় ১২১৩ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১১