ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিনোদন

ট্রেলারেই উজ্জ্বল, উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
ট্রেলারেই উজ্জ্বল, উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’ ট্রেলারেই উজ্জ্বল, উজ্জ্বলের ‘ঊনপঞ্চাশ বাতাস’

পোস্টার, টিজার ও গানের পর এবার প্রকাশ পেলো গুণী নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের প্রথম সিনেমা ‘ঊনপঞ্চাশ বাতাস’র ট্রেলার। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৩ মিনিট ১ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারটি প্রকাশ করা হয়। এরপর থেকেই দর্শকচিন্তায় তৈরি হয়েছে নানা জিজ্ঞাসা।

আর এর গল্পকে ঘিরে তাদের মধ্যে যে রহস্য সেটি ট্রেলার প্রকাশের আর আরও বেশি ঘনত্ব পেলো।  

ট্রেইলারের দৃশ্য ও সংলাপের বেড়াজাল নতুন করে ভাবিয়ে তুলেছে দর্শকদের। কেউ কেউ প্রশ্ন তুলেছেন সিনেমাটি কী ভৌতিক নাকি সায়েন্সফিকশন, না রোমান্টিক? এ প্রশ্নের উত্তরে আপাতত কুঁলুপ আঁটলেও নির্মাতা উজ্জ্বল আগেই বলেছিলেন- এটা কাঁচের যুগের সিনেমা নয়।  

সিনেমাটির গল্পের মূল চরিত্র অয়ন ও নীরা। এ দুটি চরিত্র রূপায়ন করেছেন ইমতিয়াজ বর্ষণ ও শার্লিন ফারজানা। পরিচালনার পাশাপাশি ‘ঊনপঞ্চাশ বাতাস’র কাহিনি, সংলাপ, চিত্রনাট্য, শিল্প নির্দেশনা এবং সংগীত পরিচালনাও করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। শুধু তাই নয়, ফটোগ্রাফি এবং পোস্টার ডিজাইনও তার করা।  

আগামী ১৩ মার্চ সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

প্রযোজনা প্রতিষ্ঠান রেড অক্টোবরের ব্যানারে চলচ্চিত্রটি প্রযোজনা করছেন আসিফ হানিফ, নির্বাহী প্রযোজকের দায়িত্বে আছেন সৈয়দা শাওন।

ট্রেলার:

 

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০২০
ওএফবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।