ঢাকা, বুধবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২, ২১ মে ২০২৫, ২৩ জিলকদ ১৪৪৬

বিনোদন

আসছে মনির খানের ‘আপন মানুষ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৪৯, ফেব্রুয়ারি ২৫, ২০২০
আসছে মনির খানের ‘আপন মানুষ’

বিরহ গানের সম্রাট বলা হয় জনপ্রিয় কণ্ঠশিল্পী মনির খানকে। তার প্রায় সব গানেই উঠে এসেছে ‘অঞ্জনা’কে না পাওয়ার আকুতি। চলতি বছরের শুরুতে তিনি ‘অঞ্জনা-২০২০’ শিরোনামের একটি গান প্রকাশ করে শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছেন।

এবার নতুন আরেকটি গান নিয়ে হাজির হতে যাচ্ছেন মনির খান। এর শিরোনাম ‘আপন মানুষ’।

গানটি লিখেছেন এন আই বুলবুল। সুর ও সংগীতায়োজন করেছেন রোহান রাজ।  

গানটি প্রসঙ্গে মনির খান বলেন, সব সময় নতুন কিছু করার চেষ্টা থাকে আমার মধ্যে। অনেক গীতিকারের কথায় গান করেছি। তবে এখন নতুনদের সময়, তাই নতুন প্রজন্মের সঙ্গেও নিয়মিত ভালো কাজ করতে চাই। বুলবুলের কথায় এটি আমার প্রথম গান। গানের কথা ও সুর দর্শক-শ্রোতাদের মনে দাগ কাটবে।

এন আই বুলবুল বলেন, মনির ভাইয়ের গান শুনে বড় হয়েছি। এবার আমার লেখা গানে তার কণ্ঠ শুনতে পাবো, এটা সত্যি আনন্দের। সবার কাছে ‘আপন মানুষ’ ভালো লাগবে বলে আমার বিশ্বাস।

‘আপন মানুষ’র গানচিত্র নির্মাণ করেছেন রোহান মাহমুদ। এতে মডেল হয়েছেন আসপিয়া ওহি ও স্বাধীন। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) প্রযোজনা প্রতিষ্ঠান এমআর বেস্ট মিডিয়া থেকে এটি প্রকাশ পাবে।

বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২০
জেআইএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।